নাজিম হত্যায় মামলা, আসামিরা অজ্ঞাতপরিচয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র নাজিমুদ্দিন সামাদ হত্যার ঘটনায় ঢাকার সূত্রাপুর থানায় মামলা করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় এ মামলা করেন থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম।
আজ শুক্রবার সকালে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা এনটিভি অনলাইনকে মামলার বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, মামলায় অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন পরিদর্শক (তদন্ত) সমীর কুমার সূত্রধর।
তদন্ত এগিয়েছে কি না জানতে চাইলে সমীর কুমার সূত্রধর বলেন, ‘এ ঘটনায় প্রত্যক্ষদর্শী কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছি। তবে বলার মতো এখনো কিছু পাইনি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
গত বুধবার সূত্রাপুরের একরামপুর মোড়ে নাজিমুদ্দিন সামাদকে (২৬) ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর মাথায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে সূত্রাপুর থানার এসআই নুরুল ইসলাম লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। নাজিমের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজারে।