‘গরমে’ রাজধানীতে রিকশাচালকের মৃত্যু
তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন আব্দুস সালাম (৫৫) নামে এক রিকশাচালক। পরে তার মৃত্যু হয়। আজ শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে রাজধানীর দোয়েল চত্বরের সামনে ঘটে এ ঘটনা। যদিও হিটস্ট্রোক কি না, তা নিশ্চিত করেননি কেউ।
নিহতের ভাই মো. সাগর বলেন, সকালে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান আব্দুস সালাম। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নন্দবালা গ্রামে। তিনি ঢাকার মানিক নগর কুমিল্লাপট্টি এলাকায় থাকতেন।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।