১০ এপ্রিলের মধ্যে চামড়াশিল্প সাভারে স্থানান্তরের দাবি
আগামী ১০ এপ্রিলের মধ্যে রাজধানীর হাজারীবাগ থেকে চামড়া শিল্পনগরী সাভারে স্থানান্তর করে কাজ শুরু করার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।
আজ শুক্রবার দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিণধরায় ট্যানারিশিল্প পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহসভাপতি সৈয়দ আবুল মকসুদ।
এ সময় সৈয়দ আবুল মকসুদ আরো বলেন, আগামী কোরবানি ঈদের মধ্যে রাজধানীর হাজারীবাগে যেন আর কোনো ট্যানারি কারখানায় চামড়া না ঢোকে সে জন্য সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। এ সময় তিনি ট্যানারির বর্জ্য যেন বংশী নদীতে না ফেলা হয়, সে জন্য ট্যানারি মালিকদের পদক্ষেপ নেওয়ারও দাবি জানা নো হয়।
পরে সৈয়দ আবুল মকসুদ ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপার) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।