বাজিদ খানের দৃষ্টিতে পাকিস্তানের বিশ্বকাপ দলে থাকছেন যারা
আগামী ১ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের টুর্নামেন্টটি। ইতোমধ্যেই বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের পরিকল্পনা সাজাতে ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দলগুলো। সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা মেতেছেন ভবিষ্যদ্বাণীতে। এবার সেই তালিকায় যোগ হলো পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ও ধারাভাষ্যকার বাজিদ খান।
কেমন হতে পারে পাকিস্তানের বিশ্বকাপের স্কোয়াড, তাই জানিয়েছেন বাজিদ। যে দলে অধিনায়ক হিসেবে সুযোগ পেয়েছেন বাবর আজম। এছাড়াও ওপেনার হিসেবে আছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এছাড়াও আছেন আরও দুই উইকেটরক্ষক মোহাম্মদ হারিস ও আজম খান। ওপেনিংয়ে আছেন আরেক অভিজ্ঞ ব্যাটার ফখর জামান।
আছেন ইফতিখার আহমেদ, শাবাদ খান, ইমাদ ওয়াসিমদের মতো পরীক্ষিতরা। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে নিজের ঘোষিত দলে আমির জামালকে রেখেছেন বাজিদ। বিশ্বকাপের আগে অবসর ভাঙিয়ে দলে ফেরানো হয়েছে পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে। মূলত বিশ্বকাপে খেলানোর ভাবনা থেকেই তাদের ফিরিয়েছে পিসিবি।
বিশ্বকাপ ভাবনায় ওয়ানডে বিশ্বকাপের পর নেতৃত্ব থেকে চলে যাওয়া বাবর আজমকে পুনরায় অধিনায়কের দায়িত্ব বুঝিয়ে দিয়েছে পিসিবি। তবে বিশ্বকাপের এখনো চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ১ মে এর মধ্যে স্কোয়াড ঘোষণা করার কথা পিসিবির।
বাজিদ খানের মতে পাকিস্তানের সম্ভাব্য দল
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, আজম খান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফখর জামান, সাইম আয়ুব, ইমাদ ওয়াসিম, আবরার আহমেদ, আমির জামাল, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আমির, হারিস রউফ।