বিশ্বকাপ দল ঘোষণায় এবারও ব্যতিক্রমী নিউজিল্যান্ড
বিশ্বকাপের দল ঘোষণায় বরাবরই ব্যতিক্রমী নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। গেল বার ওয়ানডে বিশ্বকাপেও দল ঘোষণার সময় সবাইকে চমকে দিয়েছিল কিউইরা। সেবার দল ঘোষণা করেছিল ক্রিকেটার মা, স্ত্রী আর সন্তানদের দিয়ে। এবারও দল ঘোষণা নিয়ে তাদের ভিন্নধর্মী আয়োজন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার জন্য বিশেষ দুজন অতিথিকে বেছে নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।
আজ সোমবার (২৯ এপ্রিল) বিশ্বকাপের জন্য দল জানায় কিউইরা। তবে দল ঘোষণার আগে নির্ধারিত সংবাদ সম্মেলন কক্ষে নির্বাচকরা নন আসে দুই ক্ষুদে কিশোর-কিশোরী। যাদের নাম মাতিলদা ও অ্যাঙ্গাস। দুজনই সাদা শার্টের ওপর কালো ব্লেজার পরে। দেখতে বড়দের মতোই গুরুগম্ভীর ভাব।
দুজন সংবাদ সম্মেলন কক্ষে এসে একেবারে গুরুগম্ভীর ভাব নিয়েই আনুষ্ঠানিক দল ঘোষণা করেন। প্রথমে সবাইকে স্বাগত জানিয়ে নিজেদের নাম জানান। এরপর তারা বলেন, ‘আজ আনন্দের সঙ্গে আমরা ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপে নিউজিল্যান্ডের দল ঘোষণা করতে যাচ্ছি।’
তারপর একে একে পড়তে থাকেন, 'ইউর ক্যাপ্টেন কেইন উইলিয়ামসন-নর্দান ব্রেইভ।' তারপর পুরো ১৫ জনের দল জানান ও দলকে শুভকামনা জানান। এবারের বিশ্বকাপের জন্য তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে শক্তিশালী এক দল ঘোষণা করেছে কিউইরা।
টপঅর্ডারে আছেন ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, রাচীন রবীন্দ্রর মতো তারকা ব্যাটাররা। এছাড়াও মার্ক চাপম্যান ও মাইকেল ব্রেসওয়েলের মতো পরীক্ষিতরাও দলটির বড় ভরসা। স্পিন বোলিংয়েও আছে বৈচিত্র্য। ফিট থাকায় আছেন ইশ শোধি, মিচেল স্যান্টনার, রাচীন রবীন্দ্রর মতো বোলারদের পাচ্ছে কিউইরা।
আর পেস ডিপার্টমেন্ট তো রীতিমত ভয়ঙ্কর। স্কোয়াডে আছেন অভিজ্ঞ ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, টিম সাউদি, জিমি নিশাম, ড্যারিল মিচেল, লকি ফার্গুসনের মতো বিশ্বসেরা পেসাররা। যারা প্রতিপক্ষ ব্যাটারদের কঠিন পরীক্ষা নিতে প্রস্তুত। ওয়ানডে বিশ্বকাপে ভালো করার পুরস্কার হিসেবে রাচীন রবীন্দ্র ও ড্যারিল মিচেলকে দলে নেওয়া হয়েছে।
নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড :
কেন উইলিয়ামসন, ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ শোধি ও টিম সাউদি।