বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট মূল্য প্রকাশ
দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। প্রস্তুতির অংশ হিসেবে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী শুক্রবার মাঠে গড়াবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজের আগে চট্টগ্রাম পর্বের টিকিট মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) এক বিবৃতির মাধ্যমে টিকিটের মূল্য জানায় বিসিবি। ওয়ের্স্টান গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। ইর্স্টান গ্যালারির টিকিট মূল্য ৩০০ টাকা। এ ছাড়াও ক্লাব হাউজ ৫০০ টাকা ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের মূল্য ধরা হয়েছে ১০০০ টাকা।
রুফটফ ও গ্র্যান্ড স্ট্যান্ডে একটু আরামে খেলা দেখতে দর্শকদের খরচ করতে হবে ১৫০০ টাকা। সাগরিকার টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়ায়ের কাউন্টারে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭.৩০ পর্যন্ত মিলবে টিকিট। ম্যাচের আগেরদিন শুরু হবে টিকিট বিক্রি। কেনা যাবে ম্যাচের দিনও।
চট্টগ্রামে আগামী ৩, ৫ ও ৭ মে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম তিন ম্যাচ। এরপর ১০ ও ১২ মে ঢাকায় অনুষ্ঠিত হবে বাকি দুই ম্যাচ। ১৭ দিনের সফর শেষে আগামী ১৩ মে ঢাকা ছাড়বে জিম্বাবুয়ে ক্রিকেট দল। প্রায় চার বছর পর বাংলাদেশ এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এর আগে, ২০২০ সালে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসে জিম্বাবুয়ে।