লখনৌর নিয়ন্ত্রিত বোলিংয়ে মুম্বাইয়ের মাঝারি পুঁজি
আইপিএলে দিনের একমাত্র ম্যাচে লখনৌর মাঠে ধরাশায়ী মুম্বাই। লখনৌ সুপার জায়ান্টের বোলারদের সামনে খুব একটা সাবলীল দেখা যায়নি মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটারদের। একানা স্টেডিয়ামে আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) টস হেরে ব্যাটিংয়ে নামে মুম্বাই। ২০ ওভারে সাত উইকেট হারিয়ে দলটির সংগ্রহ ১৪৪ রান।
শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় মুম্বাই। মাত্র চার রান করে মহসিন খানের বলে বিদায় নেন তিনি। ১৮ রানে সাজঘরের পথ ধরেন সূর্যকুমার যাদব। ১০ রান করা যাদবকে ফেরান মার্কাস স্টয়নিস। শুরুতেই দলের নির্ভরযোগ্য দুই তারকাকে হারিয়ে চাপে পড়ে মুম্বাই। সেখান থেকে আর বের হতে পারেনি তারা।
ব্যাট হাতে ধুঁকতে দেখা গেছে তিলক শর্মাকে। ১১ বলে সাত রান করে রানআউট হন তিলক। মুখোমুখি হওয়া প্রথম বলেই নাভিন উল হকের শিকার হন মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। গোল্ডেন ডাক মারেন পান্ডিয়া। দলকে টেনে তোলার চেষ্টা করেন ওপেনার ইশান কিষাণ খানিকটা চেষ্টা করেছিলেন দলকে টেনে তোলার। তবে, ৩৬ বলে তার ৩২ রানের ধীরগতির ইনিংসটি থামান রবি বিসনয়ী।
তবে, মুম্বাই রানের গতি ফিরে পায় শেষের দিকে। নেহাল ওয়াধিরার ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৪১ বলে ৪৬ রান। তাকে বোল্ড করেন মহসিন। টিম ডেভিডের ১৮ বলে অপরাজিত ৩৫ রানের ক্যামিওতে মুম্বাই পায় মাঝারি সংগ্রহ। লখনৌর পক্ষে মহসিন দুটি এবং নাভিন ও রবি একটি করে উইকেট পান।