বিদায়ী মুস্তাফিজকে নিয়ে ব্যাটিংয়ে চেন্নাই
এবার আইপিএলের পুরো মৌসুম খেলতে পারবেন না মুস্তাফিজুর রহমান। এই খবর আগে থেকেই জানা। আজ বুধবার (১ মে) শেষ হচ্ছে বাংলাদেশি পেসারের ছুটি। ফলে, চলতি আইপিএলে আজই শেষবার চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখা যাবে কাটার মাস্টারকে।
বিদায়ী দিনে মুস্তাফিজকে রেখেই একাদশ সাজিয়েছে চেন্নাই। প্রীতি জিনতার পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচটিতে এরই মধ্যে টসে হেরে আগে ব্যাটিংয়ে মহেন্দ্র সিং ধোনির দল।
এবারের আইপিএলে মুস্তাফিজের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। চেন্নাইতে অভিষেক ম্যাচে তার বোলিং ফিগারটা ছিল মনে রাখার মতো, ৪-০-২৯-৪! এরপর অম্ল-মধুর দুই স্বাদই পেয়েছেন বাঁহাতি পেসার। কখনো ছিলেন ধারালো, কখনো আবার নির্বিষ। সবমিলিয়ে খারাপ কাটেনি মুস্তাফিজের চেন্নাই মিশন।
আসরের শেষ ম্যাচে মাঠে নামার আগে বেশ দারুণ অবস্থানেই আছেন ফিজ। জসপ্রিত বুমরাহ ও হার্শাল পাটেলের সঙ্গে ১৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় উপরের দিকেই রয়েছেন তিনি। ভারতীয় দুই পেসারের চেয়ে অবশ্য কম ম্যাচ খেলেছেন মুস্তাফিজ।
এখন পর্যন্ত ১০ ম্যাচে ৬.৪০ ইকোনমিতে ১৪টি উইকেট নিয়েছেন বুমরাহ। ৯ ম্যাচে হার্শাল পাটেল ১০.১৮ ইকোনমিতে পেয়েছেন সমান ১৪ উইকেট। সেখানে ১৪ উইকেট পেতে বাংলাদেশি তারকা খেলেছেন ৮ ম্যাচ। যেখানে তার ইকোনমি ৯.৭৫। আর আজ নেমেছেন শেষ ম্যাচে। আজ যদি শুরুর মতোই শেষটা রাঙাতে পারেন তাহলে উইকেট শিকারের তালিকায় শীর্ষে থেকে শেষ হবে মুস্তাফিজের আইপিএল।
এ ছাড়া শেষ ম্যাচে নিজেকে ছাপিয়ে যাবার হাতছানি মুস্তাফিজের সামনে। মুস্তাফিজের আইপিএল যাত্রার প্রথম আসরে সানরাইজার্স হায়দরাবাদের অধীনে খেলতে নেমে ১৭ উইকেট নিয়ে দলকে শিরোপা জেতানোর পাশাপাশি সেরা উদীয়মান তারকার পুরস্কার নিজের করে নেন। ফিজের সামনে সুযোগ সেই আসরকে ছাপিয়ে নতুন রেকর্ড গড়ার। মৌসুমকে সেরা মৌসুম বানাতে মুস্তাফিজের প্রয়োজন আরও ৪ উইকেট। আপাতদৃষ্টিতে দেখতে কঠিন মনে হলেও মুস্তাফিজের পক্ষে যে সবই সম্ভব তার প্রমাণ রেখেছেন প্রথম ম্যাচেই!