এপ্রিলে নয়, শ্রীলঙ্কা আসবে আগামী বছর
চলতি এপ্রিলেই শ্রীলঙ্কা ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসতে পারে, এমন একটি জনশ্রুতি ছিল। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ঘরের মাঠে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) কম প্রচেষ্টা চালায়নি।
তবে বিসিবি সূত্র জানিয়েছে, আপাতত শ্রীলঙ্কা আসছে না বাংলাদেশে। তবে তারা আসতে আগ্রহী আগামী বছর।
আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, আগামী বছর ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশের কোনো খেলা নেই। এই সময়েই তারা বাংলাদেশে আসতে পারে বলে বিসিবি সূত্র জানিয়েছে। শ্রীলঙ্কা দলের পছন্দ ফেব্রুয়ারি-মার্চ।
এপ্রিলে শ্রীলঙ্কা দল না এলেও আগামী মে মাসে টেস্ট সিরিজ খেলতে আগ্রহ দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। অবশ্য বিসিবি এ ব্যাপারে এখনো তাদের সম্মতি দেয়নি তাদের। আগামীকাল রোববার এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
এফটিপি অনুযায়ী, এ বছর আগস্টে একটি টেস্ট খেলতে প্রথমবারের মতো ভারত সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। যদিও এর দিন-তারিখ এখনো ঠিক হয়নি। ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর বাংলাদেশ দল দ্বিপক্ষীয় কোনো সিরিজ খেলতে এর আগে কখনোই ভারত সফরে যেতে পারেনি। এবার দীর্ঘ অপেক্ষার অবসান হচ্ছে মুশফিক-সাকিবদের।
এরপর অক্টোবর-নভেম্বরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা। তারপর ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। সেখানে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচের সিরজ খেলার কথা মাশরাফি-মুশফিকদের।