স্বর্ণের দাম আট ধাপে কমল কত?
দেশে স্বর্ণের দাম দফায় দফায় কমছে। গত ২১ এপ্রিল শেষবারের মতো বেড়েছিল স্বর্ণের দাম। এরপর ২৩ এপ্রিল থেকে দাম কমা শুরু হয়। টানা আট দফায় ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১০ হাজার ২৬৫ টাকা কমেছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, দফায় দফায় দাম বেড়ে গত ২১ এপ্রিল ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম দাঁড়িয়েছিল এক লাখ ১৯ হাজার ৪২৮ টাকাতে। এরপর গত ২৩ এপ্রিল থেকে স্বর্ণের দাম কমতে শুরু করে। ওদিন বিকেল ৪টা থেকে ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি তিন হাজার ১৩৮ টাকা কমিয়ে দাম হয়েছিল এক লাখ ১৬ হাজার ২৯০ টাকা।
আজ বৃহস্পতিবার (২ মে) স্বর্ণের দাম কমেছে অষ্টম ধাপে। বাজুসের দেওয়া তথ্যে, আগামীকাল শুক্রবার থেকে স্বর্ণের ভরিপ্রতি দাম দাঁড়াবে এক লাখ ৯ হাজার ৪১ টাকা, যা গত মঙ্গলবার বিকেল ৪টা থেকে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ধরা হয়েছিল এক লাখ ১১ হাজার ৪১ টাকা।
আগের ২৪ ঘণ্টায় সোমবার বিকেল ৪টা থেকে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ছিল এক লাখ ১১ হাজার ৪৬১ টাকা। গত রোববার বিকেল সাড়ে ৪টা থেকে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ছিল এক লাখ ১২ হাজার ৬১৬ টাকা। এ ছাড়া গত শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে স্বর্ণের ভরিপ্রতি দাম নির্ধারণ হয়েছিল এক লাখ ১২ হাজার ৯৩১ টাকা, গত ২৫ এপ্রিল এক লাখ ১৩ হাজার ৫৬১ টাকা, গত ২৪ এপ্রিল এক লাখ ১৪ হাজার ১৯০ টাকা এবং গত ২৩ এপ্রিল এক লাখ ১৬ হাজার ২৯০ টাকা।