ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে ভিন্ন মেরুতে অসি তারকা
বারের আইপিএলের শুরু থেকে রান বন্যার জোয়ার। এই জোয়ারে বড় ভূমিকা রাখছে ইমপ্যাক্ট প্লেয়ার—এর নিয়মটি। কারণ দলগুলো চাইলেই একজন বদলি হিসেবে বাড়তি ব্যাটার খেলাতে পারছে। এই নিয়ম নিয়ে সমালোচনাও হচ্ছে বেশ। তবে, অনেকে আবার নিয়মটির পক্ষেও মত দিচ্ছেন। তাদের মধ্যে একজন হলেন মিচেল স্টার্ক। তিনি নিজে বোলার হয়েও—ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মটিকে উপভোগ্য হিসেবে উল্লেখ করেছেন।
গতকাল শুক্রবার রাতে কলকাতা নাইট রাইডার্সকে দুর্দান্ত বোলিং করে জিতিয়েছেন মিচেল স্টার্ক। হয়েছেন ম্যাচ সেরাও। এদিন তার কাছে জানতে চাওয়া হয় ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে। তখন স্টার্ক বলেছেন, ‘আইপিএলে এই ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম কিন্তু বেশ উপভোগ্য।’
এরপর অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট তথা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে এর তুলনা করে সতর্কও করেছেন অসি তারকা। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নেই। তাই ওখানে এত রান উঠবে কি না সেটা দেখতে হবে। আমার মনে হয়, ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম না থাকার প্রভাব পড়বে। প্রথম একাদশে বাইরে থেকে একজনকে যখন আনা যাবে না, তখন দলের ভারসাম্য বদলে যাবে। অলরাউন্ডারদের প্রয়োজন বাড়বে। অধিনায়কদের তখন ১১ জন ক্রিকেটারকে নিয়ে খেলতে হবে। সেই অনুযায়ী ভাবনা চিন্তা করতে হবে।’
স্টার্ক আরও বলেন, ‘ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের ফলে একটা বদল তো অবশ্যই এসেছে। প্রত্যেক দলে বাড়তি ব্যাটার থাকছে। ব্যাটিং গভীরতা বাড়ছে। বোলিংয়ের ক্ষেত্রে সুবিধা পাওয়া যাচ্ছে। এই নিয়মের সুবিধা এ বারের প্রতিযোগিতায় বেশ ভাল ভাবে দেখা গিয়েছে। পাওয়ার প্লে-তে ব্যাট করার সময় ব্যাটারেরা কোনও ভয় পাচ্ছে না। কারণ তারা জানে দলের ব্যাটিং গভীরতা রয়েছে।’