ডু প্লেসিসের ব্যাটে গুজরাটকে হেসেখেলে হারাল বেঙ্গালুরু
লক্ষ্যটা ছিল হাতের নাগালেই। জিততে হলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে করতে হতো মাত্র ১৪৮ রান। এই সহজ লক্ষ্যটা হেসেখেলে তাড়া করল ফাফ ডু প্লেসিসের দল। ৩৮ বল হাতে রেখেই গুজরাট টাইটান্সকে হারাল ৪ উইকেটের ব্যবধানে।
শনিবার আইপিএলের ৫২তম ম্যাচে ১৪৭ রান তাড়া করতে নেমে ১৩.৪ ওভারেই জয় তুলে নেয় বেঙ্গালুরু। রান তাড়ায় নেমে ওপেনিংয়ে জয়ের ভিত গড়ে দেন ফাফ ডু প্লেসিস ও বিরাট কোহলি। শুরুর জুটিতে দুজন গড়েন ৯২ রানের জুটি। ষষ্ঠ ওভারে ডু প্লেসিসকে বিদায় করে এই জুটি ভাঙেন জশ লিটল। মাত্র ২৩ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলেন বেঙ্গালুরু অধিনায়ক। যাতে ছিল ১০ চার ও তিন ছক্কার মার। এরপর ২৭ বলে ৪২ রানের আরেকটি দারুণ ইনিংস খেলেন কোহলি। দুই তারকা ফেরার পর শেষের দিনেশ কার্তিক বাকিটা শেষ করেন। তিনি শেষ দিকে নেমে করেন ১২ বলে ২১ রান।
এর আগে চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে গুজরাটকে ব্যাটিংয়ে পাঠায় আরসিবি। আরসিবির নিয়ন্ত্রিত বোলিংয়ে অল্প রানে থেমে যায় গুজরাট। ১৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে গুজরাট তোলে ১৪৭ রান।
ব্যাটিংয়ে শুরু থেকেই বিপর্যস্ত দেখা যায় গুজরাটকে। ১৯ রানে তিন উইকেট হারায় দলটি। ওপেনার ঋদ্ধিমান সাহা বিদায় নেন এক রানে। অধিনায়ক শুভমান গিলের ব্যাট থেকে আসে দুই রান। ইমপ্যাক্ট প্লেয়ার সাই সুদর্শনও রাখতে পারেননি প্রভাব। ছয় রান করে ধরেন সাজঘরের পথ।
তবে, দলের হয়ে হাল ধরেন ডেভিড মিলার ও শাহরুখ খান। দুজনের জুটিতে আসে ৬১ রান। ২০ বলে ৩০ রান করে মিলার ফিরে গেলে ফের বিপদ আসে গুজরাট শিবিরে। দলীয় ৮৭ রানে রান-আউট হন শাহরুখ। তার ব্যাট থেকে আসে ২৪ বলে ৩৭ রান। শেষ দিকে রাহুল তেওয়াটিয়ার ২১ বলে ৩৫ রানের ইনিংস এবং তার সঙ্গে রশিদ খানের ১৪ বলে ১৮ রানে দেড়শর কাছাকাছি গিয়ে থামে গুজরাট।
আরসিবির পক্ষে দুটি করে উইকেট নেন সিরাজ, দয়াল ও বিজয়কুমার।