বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে বিপদে জিম্বাবুয়ে
শুরুটা দেশেশুনেই করেছিল জিম্বাবুয়ে। কিন্তু সেই ছন্দ পারেনি ধরে রাখতে। বাংলাদেশের বোলিংয়ের সামনে বিপদে জিম্বাবুয়ে। শুরুর জুটি ভাঙার পর মুখ থুবড়ে পড়েছে সফরকারীদের ব্যাটিং। স্কোরবোর্ডে ৪২ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলেছে জিম্বাবুয়ে। ব্যক্তিগত রান কেউই ২০-এর ঘর পার করতে পারেননি জিম্বাবুয়ের ব্যাটাররা।
জিম্বাবুয়ে শিবিরে দ্বিতীয় আঘাত সাইফউদ্দিনের
প্রথম উইকেট হারানোর ধাক্কা সামলে কিছুটা প্রতিরোধের চেষ্টা করে জিম্বাবুয়ে। কিন্তু সেই প্রতিরোধ ভেঙে সফরকারীদের বিপদে ফেলে দেন মোহাম্মদ সাইফউদ্দিন। জিম্বাবুয়ের আরেক ওপেনার জয়লর্ড গাম্বিকে বিদায় করেন সাইফউদ্দিন। নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ১৭ রানে বিদায় নেন জয়লর্ড গাম্বি।
দলীয় ৩০ রানে দ্বিতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে। এখন লড়ছে তৃতীয় উইকেট জুটিতে।
তাসকিনের বোলিংয়ে বাংলাদেশের ভালো শুরু
প্রথম ম্যাচে আগে বোলিংয়ে সফল হয়েছিল বাংলাদেশ। তাই দ্বিতীয় ম্যাচেও একই পথে হেঁটেছে বাংলাদেশ। টস জিতে বেছে নিয়েছে বোলিং। অধিনায়কের সিদ্ধান্তটি যে ভুল নয়। সেই প্রমাণ শুরুতেই দিলেন তাসকিন আহমেদ। এলবির ফাঁদে ফেলে জিম্বাবুয়ের ওপেনার মারুমানিকে বিদায় করেন তাসকিন। দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারিয়ে ধাক্কা খায় জিম্বাবুয়ে। দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়ার চেষ্টায় অতিথিরা।
অপরিবর্তিত একাদশ নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জয় আসে সহজেই। ব্যাট-বল দুই বিভাগেই সমান দাপট দেখায় লাল-সবুজের দল। তাইতো দ্বিতীয় ম্যাচে জয়ী ম্যাচের একাদশের কম্বিনেশন ভাঙেনি। একই একাদশ নিয়ে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অতিথিদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, জাকের আলি, মোহাম্মদ সাইফ উদ্দিন।
এগিয়ে যাওয়ার আশায় টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
জিম্বাবুয়েকে উড়িয়ে শুরুটা হয়েছে প্রত্যাশিত জয়ে। এবার লক্ষ্য সিরিজে আরও এগিয়ে যাওয়ার। সেই লক্ষ্যে আজ রোববার (৫ মে) পাঁচম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটিতে আজ জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতে তিনি বেছে নিয়েছেন বোলিং। আগের ম্যাচেও আগে বোলিং করে সফল হয়েছিল লাল-সবুজের দল।
প্রথম ম্যাচ জিতে চনমনে বাংলাদেশ। দাপুটে সেই জয় বাড়িয়েছে স্বাগতিকদের আত্মবিশ্বাস। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে যা কাজে দেবে জ্বালানি হিসেবে। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ অনায়াসে ম্যাচ জিতবে, এমন প্রত্যাশাই থাকে ভক্তদের। প্রথম টি-টোয়েন্টিতে প্রত্যাশা ভালোভাবে পূরণ করেছে স্বাগতিকরা। চট্টগ্রামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়ে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটাররা নিজেদের কাজ ঠিকঠাক সম্পন্ন করে তুলে নেন আট উইকেটের বড় জয়।