১০৩ মিটারের ছক্কা হাঁকিয়ে বল হারালেন মাহমুদউল্লাহ
বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ ছিল বেশ ম্যাড়মেড়ে। টানা জয়ে সিরিজে এগিয়ে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে কষ্টার্জিত জয় ছাপিয়ে আলোচনায় মাহমুদউল্লাহ রিয়াদের ১০৩ মিটারের ছক্কা।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটের জয়ে দারুন অবদান রেখেছেন মাহমুদউল্লাহ ও তাওহিদ হৃদয়। পঞ্চম উইকেটে এসে ২৯ বলে অবিচ্ছিন্ন ৪৯ রানের জুটি গড়েন তারা। এই জুটিতে মাহমুদউল্লাহর অবদান ১৬ বলে ২৬। আর হৃদয় করেন ১৩ বলে ২১ রান। ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় মুহুর্ত রিয়াদের সেই ছক্কা।
ম্যাচের তখন ১৮তম ওভারের খেলা চলছিল। এনগারাভার প্রথম বলটি পুল করে স্কয়ার লেগের ওপর দিয়ে বিশাল ছক্কা মারেন মাহমুদউল্লাহ। বল মাঠের বাইরে চলে গিয়েছে! জায়ান্ট স্ক্রিনে দেখানো হয় সেই ছক্কাটি ছিল ১০৩ মিটারের। পরবর্তীতে নতুন করে বল আনতে হয় আম্পায়ারদের। একই ওভারের পঞ্চম বলে ফাইন লেগের ওপর দিয়ে বিশাল ছক্বা মারেন হৃদয়। সেটি ছিল ৯৯ মিটারের।
এই ম্যাচে বোলিংয়ে ভালো শুরু করেও বাংলাদেশ শেষ দিকে রান দিল অপ্রত্যাশিতভাবে। ব্যাটিংয়েও শুরুটা হলো দারুণ, কিন্তু টপ অর্ডার আহামরি কিছু করতে পারেনি। অবশ্য জিম্বাবুয়েকে প্রত্যাশিতভাবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারাল বাংলাদেশ। ৬ উইকেটে ম্যাচটি জিতলেও বিশ্বকাপের আগে দলের এমন পারফরম্যান্স প্রশ্নবিদ্ধ হওয়ার মতো।