শামা ওবায়েদ সাংগঠনিক সম্পাদক হওয়ায় মিষ্টি বিতরণ
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শামা ওবায়েদ ইসলাম রিংকুকে দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক করায় তাঁর নিজ এলাকা ফরিদপুরের নগরকান্দায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
শামা ওবায়েদ বিএনপির সাংগঠনিক বিভাগ ফরিদপুরের সম্পাদকের দায়িত্ব পালন করবেন। তিনি একই সঙ্গে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সভাপতি।
আজ শনিবার সন্ধ্যায় নগরকান্দা উপজেলা সদরের বাসস্ট্যান্ড চত্বরে নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আছাদুজ্জামান আছাদ, উপজেলা বিএনপির সহসভাপতি আইয়ুব আলী মুন্সী, আলমগীর হোসেন বকুল, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, মতিউল হক মিটুল, ওমর আলী, নগরকান্দা উপজেলা যুবদলের সভাপতি আলিমুজ্জামান সেলু, নগরকান্দা পৌর যুবদলের আহ্বায়ক হেলালউদ্দীন হেলাল, নগরকান্দা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাইফ, ছাত্রদল নেতা রবিউল ইসলাম বাবু, জাহিদুল ইসলাম, আবদুস সালাম টুটুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
আনন্দ মিছিল শেষে উপস্থিত সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আজ শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক পদে নেতাদের নাম ঘোষণা করেন। বিএনপির সাতজন যুগ্ম মহাসচিব হলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মজিবর রহমান সরোয়ার, মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, হারুনুর রশীদ ও লায়ন আসলাম চৌধুরী।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন ফজলুল হক মিলন (ঢাকা), শাহাদাৎ হোসেন (চট্টগ্রাম), নজরুল ইসলাম মঞ্জু (খুলনা), রুহুল কুদ্দুস তালুকদার দুলু (রাজশাহী), বিলকিছ শিরীন (বরিশাল), আসাদুল হাবিব দুলু (রংপুর), ইমরান সালেহ প্রিন্স (ময়মনসিংহ) ও শামা ওবায়েদ (ফরিদপুর সাংগঠনিক বিভাগ)।
গত ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। এর আগে দলের চেয়ারপারসন হিসেবে খালেদা জিয়া ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান হিসেবে তারেক রহমান পুনর্নির্বাচিত হন।
কাউন্সিলের ১০ দিন পর মহাসচিব হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব পদে নিযুক্ত হন রুহুল কবির রিজভী। এরপর মিজানুর রহমান সিনহাকে পুনরায় দলের কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়।