ব্যর্থ অধিনায়ক শান্ত, নড়বড়ে বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে বিপাকে বাংলাদেশ। একে ব্যাটিং শুরু করেছে মন্থর, তার ওপর হারাচ্ছে উইকেট। প্রথমে বিদায় নিয়েছেন হতাশায় ডুবে থাকা লিটন দাস। এরপর তিনে নামা নাজমুল হোসেন শান্তও টিকতে পারেননি। লিটনের মতো তিনিও ফেরেন বোল্ড হয়ে।
দলীয় ২৯ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। ৪ বলে ৬ রান করেন অধিনায়ক। মন্থর ব্যাটিংয়ে ভুগছে বাংলাদেশের ব্যাটাররা।
হতাশায় ডুবলেন লিটন, মন্থর শুরু বাংলাদেশের
ব্যাট হাতে সময়টা মোটেই ভালো যাচ্ছে না লিটন দাসের। লম্বা সময় ধরে ব্যাটে রান নেই। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজে ধারাবাহিক ব্যর্থ হওয়া লিটন আজও ডুবলেন হতাশায়। মন্থর ব্যাটিংয়ে শুরু করা লিটন দাঁড়াতেই পারলেন না বেশিক্ষণ। ১৫ বলে ১২ রানেই মুজারবানির বলে বোল্ড হন লিটন। জিম্বাবুয়ে বোলারের হাফ বলিতে এলোমেলো হয়ে যায় লিটনের স্টাম্প।
নেই শরিফুল-মেহেদি, বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন
জিতলেই সিরিজ নিশ্চিত। হারলে বাড়বে অপেক্ষা। এমন সমীকরণের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটিতে একাদশে এসেছেন তানজিম সাকিব ও তানভীর ইসলাম। তাদের জায়গা দিতে একাদশে নেই শরিফুল ইসলাম ও শেখ মেহেদি। অর্থাৎ একজন অলরাউন্ডার বাদ দিয়ে একজন বাড়তি বোলার নিয়ে লড়াইয়ে নেমেছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিম সাকিব, তাসকিন আহমেদ , তানভীর ইসলাম। রিশাদ হোসেন, জাকির আলি অনিক ও মোহাম্মদ সাইফ উদ্দিন।
সিরিজ নিশ্চিতের ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ অনায়াসে জিতেছে বাংলাদেশ। শান্তদের সামনে সুযোগ তৃতীয় ম্যাচ জিতে ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি সিরিজ নিশ্চিতের। সেই লক্ষ্যে সাগরিকায় টস হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ।
আজ মঙ্গলবার (৭ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। টস জিতে বেছে নেন বোলিং। এই সিরিজে এটাই তাদের প্রথম টসে জেতা। আগের দুই ম্যাচে বাংলাদেশও টস জিতে বোলিং বেছে নিয়েছিল।