সুনামগঞ্জে কৃষকদের কাছ থেকে ধান-চাল সংগ্রহ শুরু
সুনামগঞ্জে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এই ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধনের পর দুই কৃষকের কাছ থেকে ছয় মেট্রিক টন ধান কিনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।
জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের দেওয়া তথ্যমতে, চলতি বছর সুনামগঞ্জের ১১ উপজেলা থেকে সরকার ২৯ হাজার ৮১১ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সেই সঙ্গে মিলারদের কাছ থেকে ৯ হাজার ৬৮৪ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৯ হাজার ৯৫৪ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করার কথা রয়েছে। কিন্তু ২০২৩ সালে এই জেলার কৃষকদের কাছ থেকে ১৭ হাজার ৪৮৩ মেট্রিক টন ধান কেনার কথা থাকলেও সরকার মাত্র ১৫ হাজার ৫৫৪ মেট্রিক টন ধান কিনতে সক্ষম হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে দুই হাজার মেট্রিক টন কম।
জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোহাম্মদ মইনুল ইসলাম ভুঞা জানান, চলতি মৌসুমে সরকারিভাবে ধানের দাম বাড়ায় লক্ষ্যমাত্রা পূরণ হবে।
এই অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাঈদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম প্রমুখ।