রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থানকে হারাল দিল্লি
সঞ্জু স্যামসন যতক্ষণ ছিলেন, রাজস্থান রয়্যালসের আশা বেঁচে ছিল। অধিনায়কের বিদায়ে শেষ হয় সব সম্ভাবনা। দারুণ লড়াই করেও দিল্লি ক্যাপিটালসকে হারাতে পারেনি রাজস্থান। আইপিএলে দিনের একমাত্র ম্যাচে মঙ্গলবার (৭ মে) রাজস্থানকে ২০ রানে হারিয়েছে দিল্লি।
ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে ২০ ওভারে আট উইকেট হারিয়ে দিল্লি করে ২২১ রান। জবাবে ২০ ওভারে আট উইকেটে রাজস্থান থামে ২০১ রানে।
বড় রান তাড়ায় শুরুতেই উইকেট হারায় রাজস্থান। প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ওপেনর যশস্বী জাইসওয়াল। চার রান করে খলিল আহমেদের শিকার হন তিনি। অপর ওপেনার জস বাটলারও বেশিদূর এগোতে পারেননি। ১৭ বলে ১৯ করে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হন। তাতে অবশ্য রানের গতি এতটুকু কমেনি রাজস্থানের। অধিনায়ক সঞ্জু স্যামসন দিল্লির পিচে ঝড় তোলেন। তার সঙ্গে মাঝে জুটি বাধেন রিয়াগ পরাগ। ২২ বলে ২৭ করে রাসিখ সালামের ডেলিভারিতে বোল্ড হন।
পরাগ ফিরে গেলে শিভাম দুবেকে নিয়ে ঝড় অব্যাহত রাখেন সঞ্জু। চার-ছক্কার বৃষ্টি নামিয়ে ৪৬ বলে আটটি চার ও ছয়টি ছক্কায় ৮৬ রান করেন। মুকেশ কুমারের বলে বাউন্ডারির দড়ি ঘেঁষে চমৎকার এক ক্যাচ নেন শাই হোপ। সঞ্জু ফিরলে দুবে চেষ্টা করেছিলেন। যদিও, তার ১২ বলে করা ২৫ রান দলকে জেতাতে পারেনি।
দিল্লির পক্ষে দুটি করে উইকেট পান খলিল, মুকেশ ও কুলদীপ।
এর আগে ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ে দারুণ শুরু এনে দেন দিল্লির দুই তারকা ফ্রেসার ম্যাকগার্ক ও অভিষেক পরেল। উদ্বোধনী জুটিতে ২৬ বলে আসে ৬০ রান। এর মধ্যে ৫০-ই ছিল ম্যাকগার্কের। ২০ বলে সাতটি চার ও তিনটি ছক্কায় ৫০ রানেই ফেরেন তিনি। তাকে বিদায় করেন রবিচন্দ্রন অশ্বিন। ম্যাকগার্ক যাওয়ার পর হাত খুলে খেলেন অপর ওপেনার পরেল। যথারীতি অশ্বিনের শিকার হওয়ার আগে ৩৬ বলে ৬৫ রান করেন। তিনিও মারেন সাতটি চার ও তিনটি ছক্কা।
শুরুর গতি মাঝের ওভারগুলোতে ধরে রাখতে পারেনি দিল্লি। দ্রুত কয়েকটি উইকেট হারালে চাপে পড়ে দলটি। তবে, ত্রিস্তান স্টাবসের ২০ বলে ৪১ রান আবার বাড়ায় রানের গতি। পাশাপাশি অধিনায়ক ঋষভ পন্তের ১৩ বলে ১৫ এবং অক্ষর প্যাটেলের ১০ বলে ১৫ রানের ছোট কিন্তু কার্যকরী ইনিংস দিল্লিকে এনে দেয় বড় সংগ্রহ।
রাজস্থানের পক্ষে চার ওভারে ২৪ রান খরচায় তিন উইকেট নেন অশ্বিন। একটি করে উইকেট পান বোল্ট, সন্দ্বীপ ও চাহাল।