জিম্বাবুয়ে সিরিজ : শেষ দুই ম্যাচের টিকিট মূল্য প্রকাশ
চট্টগ্রামে প্রথম তিন ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজ ইতোমধ্যে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়। ম্যাচ দুটির টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা। ইস্টার্ন স্ট্যান্ডে বসে ২০০ টাকায় উপভোগ করা যাবে ম্যাচ। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ৩০০ টাকা।
এ ছাড়া, ক্লাব হাউজে বসে ম্যাচ দেখতে একজন দর্শককে খরচ করতে হবে ৫০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকিট কিনতে হলে গুণতে হবে এক হাজার টাকা। সবচেয়ে বেশি খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে। সেখানে টিকিট প্রতি গুণতে হবে দেড় হাজার টাকা।
ম্যাচের দুই দিন আগে, আগের দিন ও ম্যাচের দিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। আগ্রহী দর্শকরা মিরপুর শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়াম থেকে টিকিট নিতে পারবেন।
সিরিজের শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী ১০ ও ১২ মে। ১০ মে সন্ধ্যা ৬টায় এবং ১২ মে’র ম্যাচটি মাঠে গড়াবে সকাল ১০টায়।