এক লাফে ডলারের দাম বেড়ে কত হলো?
বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকার কারণে ডলারের দাম ৭ টাকা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে প্রতি ডলার দাম হবে ১১৭ টাকা। আজ বুধবার (৮ মে) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়, এখন থেকে ক্রলিং পেগ নামে নতুন পদ্ধতিতে ডলার কেনাবেচা হবে। এ পদ্ধতিতে আজ ডলারের রেট নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা। গত বছরের সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত ডলারের রেট ছিল ১১০ টাকা।