দারুণ জয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি
অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে জিতে শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করেনি ম্যানচেস্টার সিটি। বরং ফলহ্যামের বিপক্ষে দারুণ জয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে উঠল পেপ গুয়ার্দিওলার দল।
সিটি শীর্ষে ওঠায় দুইয়ে নেমে গেল আর্সেনাল। তাতে করে শিরোপার লড়াইয়ে প্রধান প্রতিদ্বন্দ্বী আর্সেনালকে ছাপিয়ে গেল ম্যানচেস্টার সিটি।
আজ শনিবার ফুলহ্যামের বিপক্ষে ৪-০ গোলের বড় ব্যবধানে জিতেছে ম্যানচেস্টার সিটি। জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন ডিফেন্ডার ইয়োশকো ভার্দিওল, দ্বিতীয় গোলটি করেন মিডফিল্ডার ফিল ফোডেন। শেষ গোলটি করেন হুলিয়ান আলভারেস।
এই নিয়ে ৩৬ ম্যাচে ২৬ জয় ও সাত ড্রয়ে ৮৫ পয়েন্ট হলো ম্যানসিটির। সমান ম্যাচ খেলে ৮৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল আর্সেনাল।
প্রতিপক্ষের মাঠে এদিন ১৩তম মিনিটেই গোল পেয়ে যায় সিটি। দলকে লিড এনে দেন ক্রোয়াট ডিফেন্ডার ভার্দিওল। পরের গোলগুলো আসে বিরতির পর।
ম্যাচের ৫৯তম মিনিটে স্কোরলাইন ২-০ করেন ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন। ৭১তম মিনিটে তিনগুণ করেন ভার্দিওল। আর শেষ দিকে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ডি-বক্সে আলভারেসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন প্রতিপক্ষের ডিফেন্ডার দিওপ। তখনই সফল স্পট কিকে শেষ গোলটি করেন আলভারেস।