মাকে ক্রিকেটার হৃদয়ের খোলা চিঠি
সন্তানের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শব্দ মা। যে সম্পর্কের কোনো সংজ্ঞা হয় না। নিঃস্বার্থ ভালোবাসায় সন্তানের জন্য নিজের সবটা উজাড় করে দেন মায়েরা। যার ঋণ কখনও শোধ করা সম্ভব নয়। মা অসুস্থ হলে অন্ধকার হয় সন্তানের পৃথিবী। বাংলাদেশ দলের ক্রিকেটার তাওহিদ হৃদয় সেই অন্ধকার দেখেছেন। ক্যানসার আক্রান্ত মায়ের অসুস্থতার সেসব দিনের স্মৃতিচারণ করলেন হৃদয়।
মায়েদের নিয়ে আমাদের কতশত স্মৃতি। মা মানে মমতা, মা মানে বিশ্বাস, মা মানে বিশালতা। প্রতি বছর একটি দিন পালিত হয় আন্তর্জাতিক মা দিবস। মে’র দ্বিতীয় রোববার পালিত হয় দিনটি। সেই হিসেবে ২০২৪ সালে মা দিবস আজ রোববার (১২ মে)। এমন দিনে মাকে খোলা চিঠি লিখেছেন হৃদয়।
চিঠিতে হৃদয় লেখেন— ‘আমার মা, আমার জন্মদিনের দিন প্রথম খবর পাই তোমার ক্যানসার। সেদিন প্রথম বুঝতে পারলাম পুরো পৃথিবীর বিনিময়ে হলেও আমার তোমাকেই দরকার। এরপর তোমার সেই কষ্টের পুরোটা জার্নি ছিল আমার চোখের সামনে। তোমার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে কত চোখের পানি ফেলেছি তার হিসাব নেই। তুমি ঘুম থেকে উঠে আমার চোখ ভেজা দেখবে বলে নিজেই আবার সেই চোখের পানি মুছেছি। তুমি ক্যানসারের সঙ্গে লড়াই করেছো, আমি প্রতিনিয়ত তোমাকে হারানোর ভয়ের সাথে লড়াই করেছি। কিন্তু এই শক্তির পুরোটাই যে পেয়েছি তোমাকে দেখে মা।’
চিঠিতে হৃদয় আরও বলেন, ‘তোমাকে দেখে বুঝতে শিখেছি একজন নারীকে কতটা ত্যাগ করতে হয়, একজন মায়ের কতটা পরিশ্রম করতে হয়, একজন মেয়ের কতটা সৎ হতে হয়। তুমি যে আমার সর্বোৎকৃষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান! পরকালে মায়ের পায়ের নিচে জান্নাত হলেও, এ দুনিয়ায় তোমার হাসিতে আমি বেহেশত দেখেছি। তুমি হাসি-খুশি থাকো, সুস্থ থাকো, প্রতিটি মোনাজাতে এটাই আমার সবথেকে বড় চাওয়া। মা দিবসে তোমাকে এই খোলা চিঠিতে বলছি, ভালোবাসি মা, যেমনটা আর কখনো কাউকে বাসতে পারবো না। তোমার দোয়া ছাড়া আমি অসহায়, তুমি ছাড়া আমি অসম্পূর্ণ।’