বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা আজ, থাকছে কোনো চমক?
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ মঙ্গলবার (১৪ মে) আনুষ্ঠানিকভোবে ঘোষণা করা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের লাল-সবুজ জার্সি গায়ে কোন ১৫ জন মাঠে নামবেন? তাদের নাম জানতে আর ঘণ্টা কয়েকের অপেক্ষা।
সোমবার দল ঘোষণার কথা থাকলেও পেসার তাসকিন আহমেদের জন্যই অপেক্ষা করছে টিম ম্যানেজমেন্ট। যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে তার রিপোর্ট। সেই রিপোর্ট দেখে চিকিৎসকরা তার বিষয়ে কি জানান তারই অপেক্ষায় বিসিবি। তাসকিনকে শেষমেশ না পেলে বিকল্প ভাবনা রয়েছে টিম ম্যানেজমেন্টের।
যদি তাসকিন না খেলতে পারে তাহলে তার জায়গায় নেওয়া হবে কাকে? তানজিম সাকিব নাকি হাসান মাহমুদ। জানা গেছে, তাসকিনের চোট থেকে সেরে উঠতে তিন সপ্তাহের মতো সময় লাগতে পারে। কিন্তু বিশ্বকাপ শুরু হতে সময় আছে তিন সপ্তাহেরও কম। তাই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হচ্ছে বোর্ডকে।
যদি তাসকিনকে দলে রাখা হয় তাহলে বিশ্বকাপের শুরুর কয়েক ম্যাচের জন্য ব্যাকআপ পেসার হিসেবে দলে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে তানজিম সাকিব অথবা হাসান মাহমুদের। সেক্ষেত্রে কপাল পুড়তে পারে স্পিনার তানভীর ইসলামের।
এদিকে, গুঞ্জন রয়েছে যুক্তরাষ্ট্র সিরিজের দলে চমক হিসেবে জায়গা পেতে পারেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। কদিন আগেই সেই আভাস দিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। যদিও চট্টগ্রামের তিন দিনের বিশেষ প্রস্তুতি ক্যাম্পে রাখা হয়নি তাকে। মিরাজ সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে। এরপর আর তাকে টি-টোয়েন্টি দলে বিবেচনা করা হয়নি।