আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা
ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল আবাহনী ও বসুন্ধরা কিংস। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আজ মঙ্গলবার (১৪ মে) আবাহনীকে সহজে হারিয়েছে বসুন্ধরা। ৩-০ গোলের জয়ে দলটি নিশ্চিত করেছে ফাইনাল।
ম্যাচের প্রথম ২০ মিনিট আবাহনী লড়াই করেছে সমানে সমান। এ সময়ে কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিল ধানমণ্ডির দলটি। তবে, ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পাওয়া হয়নি। শুরুতে কিছুটা পিছিয়ে থাকা বসুন্ধরা ২১ মিনিটে গোল পায়। দলকে এগিয়ে নেন অধিনায়ক রবসন।
রবসনের গোলে এগিয়ে যাওয়া বসুন্ধরা এরপর নিয়ে নেয় ম্যাচের নিয়ন্ত্রণ। প্রথমার্ধে আরও কয়েকটি গোলের সুযোগ তৈরি করে তারা। তবে, আবাহনীর রক্ষণভাগ সামলে নিয়েছে সেসব আক্রমণ। পাশাপাশি চেষ্টা করেছে সমতা ফেরানোর। প্রথমার্ধে সেই সৌভাগ্য হয়নি দলটির। গোটা ম্যাচেই অবশ্য গোলবিহীন ছিল আবাহনী।
এক গোলে এগিয়ে থাকা বসুন্ধরা দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী হয়ে ওঠে। ব্যবধান দ্বিগুণ করার সুযোগ খুঁজতে থাকে। ম্যাচের ৭১ মিনিটে সুযোগ পেয়ে বসুন্ধরার ব্যধান দ্বিগুণ করেন দরিয়েলটন। দুই গোলে পিছিয়ে পড়া আবাহনী ম্যাচে ফিরতে পারেনি আর। উল্টো ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে বসুন্ধরার পক্ষে তৃতীয় গোল করেন ইব্রাহিম। দলও পায় ৩-০ গোলের জয়।
আগামী ২২ মে ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফাইনালে মোহামেডানকে মোকাবিলা করবে বসুন্ধরা কিংস।