টি-টোয়েন্টি বিশ্বকাপ : বাংলাদেশ-ভারত ম্যাচের সূচি প্রকাশ
আর কদিন বাদেই যুক্তরাষ্ট্রের মাটিতে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে, বিশ্ব মিশন শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের সূচি আগেই জানা গিয়েছে। এবার জানা গেল, বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি।
বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমটিতে প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র। আর দ্বিতীয়টিতে প্রতিপক্ষ রোহিত শর্মার ভারত। এক বিবৃতিতে এই ম্যাচগুলোর সূচি জানিয়েছে আইসিসি।
২৭ মে থেকে শুরু হবে প্রস্তুতি ম্যাচের পর্ব। সেদিনই হবে একসঙ্গে তিনটি ম্যাচ। বাংলাদেশ নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে ২৮ মে। সেদিন ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলবেন নাজমুল শান্তরা। এরপর ভারতের বিপক্ষে ১ জুন মুখোমুখি হবে লাল-সবুজের দল। এই ম্যাচটি নিউ ইয়র্কের নাসাউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হওয়ার কথা। তবে সূচিতে পরে জানাবে বলে বিবৃতিতে উল্লেখ করেছে আইসিসি। এর আগে ২০২২ বিশ্বকাপের সুপার টুয়েলভে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। লড়াই করেও সেই ম্যাচে ৫ রানে হারতে হয় শান্তদের।
আগামী ২ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ আগামী ৮ জুন, খেলা শুরু বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়। ১০ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ শুরু রাত সাড়ে ৮টায়।