নেইমারের সঙ্গে দেখা রোনালদোর, কী কথা হলো দুই তারকার?
সম্প্রতি সৌদি চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল দুই সৌদি ক্লাব আল হিলাল ও আল নাসের। তবে, চোটের কারণে সেই ম্যাচে খেলা হয়নি ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের। যার ফলে রোনালদো-নেইমারকে একসঙ্গে খেলতে দেখার আক্ষেপ ভক্তদের। ভক্তদের সেই আক্ষেপ মিটেছে, মাঠে দেখা না হলেও মাঠের বাইরে সাক্ষাৎ হয়ে গেল এই দুই তারকার।
গভীর রাতে বক্সিং দেখতে গিয়ে দেখা হয়ে যায় ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমারের। দুজন বেশ হাসিখুশি ছিলেন। যেখানে রোনালদোকে ব্রিটিশ বক্সার অ্যান্থনি জশুয়ার সঙ্গে বসে থাকতে দেখা যায়। পরবর্তীতে ব্যক্তিগত গাড়িতে সেখানে হাজির হন নেইমার। এক পর্যায়ে এই আল-হিলাল তারকার সঙ্গে দেখা হয়ে যায় রোনালদোর। দুজন হাত মিলিয়ে কথা বলেন।
ওই ইভেন্টটি দেখতে নেইমার হাজির হয়েছিলেন তার দ্বিতীয় সন্তান ম্যাভির মা ব্রুনা বিয়ানকার্দিকে নিয়ে। ফুটবলের বাইরে দুই তারকা ফরোয়ার্ডের এই পুনর্মিলনীর ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একে অপরের খোঁজ নিয়েছেন। রোনালদো শুরুতেই চোট নিয়ে প্রশ্ন করেন। নেইমার তার আপডেট জানান। অন্যদিকে রোনালদো জুনিয়র সম্পর্কে জানতে চান ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার।
উল্লেখ্য, ফুটবলের বর্তমান সময়ের অন্যতম সেরা দুই তারকা মূলত হাজির হয়েছিলেন বক্সিংয়ে জনপ্রিয় টুর্নামেন্ট ‘রিং অব ফায়ারে’র একটি ম্যাচ দেখতে। যেখানে টাইসন ফুরি এবং ওলেকসান্দার উজাইক মুখোমুখি হয়েছিলেন।