কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে মেয়র সূচনার উদ্যোগ
কুমিল্লা নগরীর দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা। এই সমস্যা দূরীকরণে মেয়র ডা. তাহসীন বাহার সূচনা অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে মেয়র ডা. তাহসীন বাহার সূচনা এনটিভি অনলাইনকে বলেন, বছরে অন্তত তিনবার নগরীর সব খাল ড্রেন পরিষ্কার করা হবে। পাইলট প্রজেক্ট হিসেবে নেওয়া এই কর্মসূচির কারণে এবার বর্ষার শুরুতে কিছুটা সুফল পেয়েছে নগরবাসী। চলমান কাজ শেষ হলে স্থায়ীভাবে জলাবদ্ধতা দূর হবে।
শুধু জলাবদ্ধতাই নয় ডেঙ্গুরোধেও মেয়র সূচনা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন। গেলো কয়েকদিন ধরে মেয়র নগরীর যেসকল ওয়ার্ডে খাল ও বড় ড্রেন রয়েছে, সেগুলো পরিষ্কার ও পানিপ্রবাহ বাড়ানোর জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন।
খাল ও ড্রেন পরিষ্কারসহ খালপাড়ের বাসিন্দাদের উপর কঠোর মনিটরিং শুরু করেছেন। পাশাপাশি নগরবাসীকেও সচেতন হতে আহবান জানিয়েছেন মেয়র সূচনা।