হাওরাঞ্চলে আবাসিক বিদ্যালয় নির্মাণের সুপারিশ
হাওর অঞ্চলে আবাসিক স্কুল চায় সংসদীয় কমিটি। সমতলের মতো শিক্ষার সমান সুযোগ সৃষ্টির জন্য হাওর অঞ্চলে আবাসিক স্কুল নির্মাণের সুপারিশ করেছে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটি।
আজ মঙ্গলবার (২১ মে) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এমন সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে যেসব প্রাথমিক বিদ্যালয়ের ভবন এখনও নির্মাণ হয়নি— জরুরি ভিত্তিতে সেগুলো নির্মাণের পদক্ষেপের সুপারিশ করা হয়। একইসঙ্গে রাজধানীসহ সারা দেশে জনসংখ্যার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয় স্থাপন, বিশেষ করে পার্বত্য এলাকায় আদিবাসীদের শিক্ষার সুযোগে স্কুল নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।
কমিটির সভাপতি মুহিবুর রহমান মানিকের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুজিবুল হক, কামাল আহমেদ মজুমদার, মুহম্মদ শফিকুর রহমান এবং ওমর ফারুক চৌধুরী অংশগ্রহণ করেন।