সরকারি ছায়াতলের বাইরে থাকা মানুষের নিরাপত্তা নেই : আব্দুস সালাম
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, সরকারি ছায়াতলের বাইরে থাকা সাধারণ মানুষের সম্পদের এখন আর কোনো নিরাপত্তা নেই। সরকার তাদের স্বার্থে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে যাচ্ছেতাই ব্যবহার করছে।
আজ বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে জোন-৪-এর ধানমণ্ডি-কলাবাগান, নিউমার্কেট থানা ও ওয়ার্ড বিএনপির নেতাদের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন আব্দুস সালাম।
বিএনপির এই নেতা বলেন, সরকার লুটপাটের স্বার্থে পুরো দেশকে তালুকদারিতে পরিণত করেছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বিরোধীদের প্রতিনিয়ত দমনপীড়নে ব্যবহার করছে। বাজার নিয়ন্ত্রণের কথা সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হলেও নিত্যপণ্যের দাম কমাতে পারছে না। ঋণের নামে যারা ব্যাংক থেকে কোটি কোটি টাকা নিয়ে মেরে দিয়েছে, তারা সরকারের লোক।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, মোহাম্মদ মোহন, আব্দুস সাত্তার, সদস্য সাইদুর রহমান মিন্টু, খালেদ সাইফুল্লাহ রাজন, অ্যাডভোকেট মকবুল হোসেন, নাদিয়া পাঠান পাপনসহ অন্যান্য নেতারা।