হংকংয়ের ১৪ গণতন্ত্রপন্থি কর্মী বিদ্রোহী সাব্যস্ত
ভিন্নমতকে দমনের লক্ষ্য নিয়ে চীনের জাতীয় নিরাপত্তা আইন আরোপের পর সবচেয়ে উল্লেখযোগ্য মামলায় ১৪ জন গণতন্ত্রপন্থি কর্মীকে বিদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত করেছে হংকংয়ের একটি আদালত। খবর এএফপির।
এই ১৪ জনের পাশাপাশি আরও ৩১ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে, যারা শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড পেতে পারেন। এ বছরের শেষ নাগাদ এই মামলার রায় কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
সহিংস গণতন্ত্রপন্থি প্রতিবাদে অচলাবস্থা সৃষ্টি হওয়ার পর ২০২০ সালে চীন হংকংয়ের ওপর জাতীয় নিরাপত্তা আইন আরোপ করেছিল। এরপর কর্তৃপক্ষ নাশকতা ও বিদ্রোহের দায়ে ৪৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এতে বলা হয়, ওই সব লোকজন সরকারের পতনের জন্য তাদের তৎপরতা চালিয়েছে। এদের মধ্যে ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। এদের মধ্যে আছেন, গণতন্ত্র কর্মী, সাবেক আইনপ্রণেতা ও জেলা কাউন্সিলররা।
আজ বৃহস্পতিবার বিচারক অ্যান্ড্রু চান ১৪ জন বিবাদীর নাম ঘোষণা করেন, যাদের দোষী সাব্যস্ত করা হয়। রায়ের সংক্ষিপ্ত বিবরণীতে বলা হয়, ওই ১৪ জন সরকার ও প্রধান নির্বাহীর ক্ষমতা ও কর্তৃত্বকে অবমূল্যায়নের পরিকল্পনা করছিল। এতে আরও বলা হয়, এর ফলে হংকংয়ে সাংবিধানিক সংকট সৃষ্টি হতে পারত।
২০২১ সালের মার্চ মাসে তাদের প্রথমবারের মতো আদালতে হাজির করা হয় এবং তারপর থেকেই তারা বন্দি রয়েছেন। অন্য যে ৩১ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তাদের অপেক্ষাকৃত লঘুদণ্ড দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।