বিশ্বকাপ জার্সি নিয়ে সমালোচনার জবাব দিল বিসিবি
বাংলাদেশের বিশ্বকাপ জার্সি নিয়ে আলোচনা-সমালোচনা নতুন নয়। নানা সময়ে জার্সি নিয়ে বিতর্ক এতটাই চরমে পৌঁছে গিয়েছিল যে, শেষমেশ তার পরিবর্তনে বাধ্য হয় বোর্ড। সামনে আরও একটি বিশ্বকাপ, এবার জার্সি নিয়ে আছে আলোচনা-সমালোচনা। সেই বিষয়ে মুখ খুললেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।
ওয়ানডে বিশ্বকাপে জার্সি উন্মোচনে অভিনবত্ব দেখালেও এবার তেমন কিছুই দেখা যায়নি। মাঝরাতে দলীয় ছবি পোস্ট করেই জার্সির ছবি প্রকাশ্যে আনে বিসিবি। যদিও ভক্তদের প্রত্যাশা ছিল আরও বেশি। তবে সময়ের অভাবে জমকালোভাবে কোনো আয়োজন করতে পারেনি বিসিবি।
অবশ্য উন্মোচনের আগেই ফাঁস হয়ে যায় বিশ্বকাপ জার্সির ছবি। তখন থেকেই এ নিয়ে বিরুপ প্রতিক্রিয়া দেখান নেটিজেনরা। শান্ত-সাকিবদের জার্সিটি মনে ধরেনি ভক্তদের। অনেকের মতে কেনিয়ার মতো দেখতে এই জার্সি। আবার কারও মতে, ক্রিকেট গেম থেকে নকল করা হয়েছে এই জার্সি। এবার জার্সি নিয়ে এসব সমালোচনার জবাব দিল বিসিবি।
জার্সি প্রসঙ্গে সমালোচনা ইস্যুতে টিটু বলেন, ‘বাংলাদেশ দলের জার্সি তো আসলে বাংলাদেশকেই প্রতিনিধিত্ব করে। ক্রিকেট বোর্ডের পছন্দ হয়েছে বলেই কিন্তু জার্সিটা তৈরি করা হয়েছে। জার্সির ডিজাইন কেমন, সেটা আমার কাছে মুখ্য কোনো বিষয় নয়। আমরা কোনটা পরে খেললাম বা সেটা দেখতে কেমন বা সোশ্যাল মিডিয়ায় কে কি বলল, সেটা ভাবতে চাই না।’
বিসিবির এই পরিচালক আরও যোগ করেন, ‘যারা সেই জার্সি পরে খেলবে, তারা দিনশেষে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। বিশ্বমঞ্চে যদি তারা ভালোভাবে পারফর্ম করতে পারে, তাহলে কিন্তু এই ধরনের আলোচনা তখন থাকবে না। প্রতিটি মানুষের ভিন্ন ভিন্ন পছন্দ থাকতেই পারে। এবার তাদের মনের মতো না হলে তারা কথা বলবে এটাও খুব স্বাভাবিক। আরেকটা জার্সি বানানো হলে হয়তো কারও পছন্দ হবে, কারও হবে না। তারা সেটা নিয়েও মন্তব্য করত। এগুলো মাথায় নিয়ে চলার মতো ওইভাবে চলার সময় বা সুযোগ কোনোটিই আমাদের হয় না।’