রোনালদো-জাদুতে শেষ চারে রিয়াল
ম্যাচের আগে তিনি জাদুকরী রাত উপহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন সমর্থকদের। মাঠে নেমে সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ২-০ গোলে হেরে যাওয়ায় ফিরতি লেগ অন্তত তিন গোলের ব্যবধানে জিততে হতো রিয়াল মাদ্রিদকে। রোনালদোর অসাধারণ হ্যাটট্রিকে রিয়াল জিতেছে ৩-০ গোলে। তাই খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে ৩-২ অ্যাগ্রিগেটে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে চলে গেছে স্পেনের সবচেয়ে সফল দল।
মঙ্গলবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকেই প্রতিপক্ষের ওপরে ঝাঁপিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। তার সুফল পেতেও দেরি হয়নি। পঞ্চম মিনিটে কর্নার থেকে সার্জিও রামোসের হেড ক্রসবার ছুঁয়ে বেরিয়ে গিয়ে হতাশ করলেও গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিক সমর্থকদের।
১৫ মিনিটে প্রথম গোলের দেখা পেয়েছে টুর্নামেন্টের রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়নরা। ডান দিক থেকে আসা ক্রস থেকে দলকে এগিয়ে দিয়েছেন রোনালদো। দুই মিনিট পর আবার বার্নাব্যুতে উল্লাস। এবার কর্নার থেকে রোনালদোর কোনাকুনি হেড জড়িয়ে গেছে ভল্ফসবুর্গের জালে।
২-০ গোলে এগিয়ে যাওয়ার পর আক্রমণে একটু ঢিলে দিয়েছিল রিয়াল। সে সুযোগে আক্রমণে উঠেছে ভল্ফসবুর্গ। ৩৮ মিনিটে রিয়ালের গোলরক্ষক কেইলর নাভাসের ভুলে দারুণ একটা সুযোগও পেয়েছিল অতিথিরা। তবে বক্সের মধ্যে সুবিধাজনক জায়গায় বল পেলেও দলকে গোল এনে দিতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ব্রুনো হেনরিক।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আরেকটি গোলের চেষ্টা চালিয়ে যাচ্ছিল রিয়াল। অবশেষে ৭৭ মিনিটে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। রোনালদোর অসাধারণ এক ফ্রিকিক তৃতীয় গোল উপহার দিয়েছে স্বাগতিকদের। ভল্ফসবুর্গের গড়া মানব-দেয়ালের ফাঁক দিয়ে দারুণ দক্ষতায় বল জালে পাঠিয়ে বার্নাব্যুকে উচ্ছ্বাসে ভাসিয়ে দিয়েছেন তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলার।
শেষ চারে রিয়ালের সঙ্গী ম্যানচেস্টার সিটি। ফিরতি লেগে কেভিন ডি ব্রুইনের লক্ষ্যভেদে তারা ১-০ গোলে হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই বা পিএসজিকে। পিএসজির মাঠে প্রথম লেগ ২-২ গোলে ড্র হওয়ায় ম্যানসিটির অগ্রগামিতাও রিয়ালের মতোই ৩-২।