ভুয়া পুলিশ সেজে নারীদের ব্ল্যাকমেইল করতেন ডলার
কখনও সিআইডি, কখনও র্যাব কর্মকর্তা কিংবা কখনও পুলিশ সেজে নারীদের ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে আলকাম ওরফে আরিফ ওরফে ডলার ওরফে সাব্বিরকে (৩২)। আজ শুক্রবার (৩১ মে) সকালে নবাবগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার দোহার সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আশফাকুল আলম বিষয়টি জানিয়েছেন।
আশফাকুল আলম জানান, শুক্রবার সকালে রাজধানীর মিরপুর এলাকা থেকে ডলারকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে এই থানায় হাজির হতে থাকেন ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা। ডলার পুলিশের ভুয়া পরিচয়ে টার্গেট করতেন প্রবাসীদের স্ত্রীকে। সম্পর্ক গড়ে গোপনে ধারণ করতেন অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও। তারপর সেই ভিডিও দেখিয়ে লাখ লাখ টাকা ব্ল্যাকমেইল করাই ছিল ডলারের পেশা।
আসামির বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।