বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্রকে বড় লক্ষ্য দিল কানাডা
ঘুমের আবেশ কাটতে না কাটতে বিশ্ব ক্রিকেটে অপরিচিত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে পর্দা উঠল টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। প্রথমবারের মতো আইসিসির কোনো বড় ইভেন্ট যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক যুক্তরাষ্ট্রকে বড় সংগ্রহ ছুড়ে দিল কানাডা।
আজ রোববার (২ জুন) ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে কানাডা। ব্যাট হাতে সর্বোচ্চ ৬১ রান করেন নবনীত ডালিওয়াল।
আগে ব্যাটিংয়ে নেমে দারুন শুরু করেন দুই ওপেনার অ্যারন জনসন ও নবনীত ডালিওয়াল। এইি উদ্বোধনী জুটি করে ৪৩ রান। দলীয় ৪৩ রানের মাথায় অ্যারন জনসনের বিদায়ে প্রথম উইকেট হারায় দলটি। ১৬ বলে ২৩ রান করে ফেরেন এই ব্যাটার।
এরপর দলীয় ৬৬ রানে পারগাত সিংয়ের বিদায়ে দ্বিতীয় উইকেট হারায় দলটি। ৭ বলে ৫ রান করেন এই ব্যাটার। এরপর নবনীতকে নিয়ে দারুন জুটি গড়েন নিকোলাস কির্তন। দলীয় ১২৮ রানের মাথায় নবনীতের বিদায়ে তৃতীয় উইকেট হারায় দলটি। ৪৪ বলে ৬১ রানে বিদায় নেন তিনি। এরপর নিকোলাসের ব্যাটে ভর করে ভালো সংগ্রহ দাঁড় করায় কানাডা।
জমকালো আয়োজনে আসর শুরু না হলেও ম্যাচের আগে ব্যান্ডদলের প্রদশর্নী হয়েছিল গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে। অবশ্য এবারের আসরে উদ্বোধনী অনুষ্ঠানও থাকছে। তবে সেটি এক ম্যাচ পর টেক্সাস থেকে ৩ হাজার ২০০ মাইলেরও বেশি দূরের শহর ওয়েস্ট ইন্ডিজের গায়ানায়। রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচের আগে হবে উদ্বোধনী অনুষ্ঠান।