দুই জার্মান তারকার দুই রকম বিদায়
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে দেখা মিলল এক অদ্ভুত দৃশ্যের। দুই জার্মান কিংবদন্তি মার্কো রয়েস ও টনি ক্রুসের চোখ দুটো টলমল। একদিকে রিয়ালের জার্সিতে নিজের শেষটা রাঙালেন ক্রুস। অন্যদিকে, ভালোবাসার ক্লাবের হয়ে শেষ ১১ বছরেও পাল্টায়নি রুইসের ভাগ্য। ফলাফল যেমনই হোক, একই ম্যাচে প্রিয় ক্লাবকে বিদায় বললেন দুই জার্মান তারকা।
শিরোপা দিয়ে রুইসকে মূল্যায়ন করাটা হবে বোকামি। গত এক যুগ ধরে হলুদ-কালো জার্সিতে নিজেকে ট্রফি ক্যাবিনেটের ঊর্ধ্বে নিয়ে গেছেন এই জার্মান ফুটবলার। অন্তত সিগনাল ইদুনা পার্কে তো বটেই। প্রতি ম্যাচে ইদুনা পার্কের গ্যালারিতে হলুদ সমুদ্রের যে ঢেউ ওঠে, তার প্রতিটি তরঙ্গে মিশে ছিলেন রুইস।
ক্যারিয়ারের ব্যাপ্তি এবং গুরুত্ব বিবেচনায় খুব বেশি অর্জন নেই রুইসের। জাতীয় দলের জার্সিতেও সেভাবে নিজেকে মেলে ধরার সুযোগ পাননি। ২০১৪ বিশ্বকাপের আগ মুহূর্তে চোটে পড়ে ছিটকে গেলেন দারুণ ছন্দে থাকা রুইস। জার্মানির চতুর্থ বিশ্বকাপ জয়টা তাকে দেখতে হয়েছে দর্শক হিসেবে। দুইবার জিতেছেন জার্মান কাপের শিরোপা।
অন্যদিকে, ক্রুসের ক্যারিয়ারে চিত্রনাট্যটা অবশ্য ভিন্ন। ২০১৪ সালে বায়ার্ন মিউনিখ থেকে রিয়ালে আসেন এ জার্মান মিডফিল্ডার। মিউনিখ থেকে আসার সময় তার ঝুলিতে ছিল তিনটি বুন্দেসলিগা ট্রফির সঙ্গে ছিল একটি চ্যাম্পিয়নস লিগ এবং একটি বিশ্বকাপ ট্রফিও।
সেই ধারাবাহিকতা ধরে রেখে গত ১০ বছরে লস ব্লাঙ্কোসদের হয়ে চারটি লা লিগা শিরোপার পাশাপাশি চারটি চ্যম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন ক্রুস। শুধু শিরোপা জয়েই নন, মাঠে এক দশক ধরে রিয়ালের অন্যতম সেরা তারকা ছিলেন এ জার্মান ফুটবলার।