গোল আমার ডিএনএতে আছে : রোনালদো
দল সাফল্য পাচ্ছে না। এ জন্য প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে। সে জন্য মাঝেমধ্যে মেজাজও হারিয়ে ফেলেন এই পর্তুগিজ তারকা। তবে নিজের কাজটা যে তিনি খুব ভালোমতোই করে যাচ্ছেন, তা নিয়ে দ্বিমত করার মানুষ খুব কমই পাওয়া যাবে। একের পর এক গোল কিন্তু সত্যিই করে চলেছেন তিনবারের বর্ষসেরা ফুটবলার। করবেন না-ই বা কেন? গোলটা যে তাঁর ডিএনএতে আছে! জার্মান ক্লাব ভল্ফসবুর্গের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে অসাধারণ এক হ্যাটট্রিক করার পর এমন মন্তব্যই করলেন রোনালদো।
প্রথম লেগের ম্যাচে ২-০ গোলে হেরে বেশ বিপাকেই পড়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর জন্য জাদুকরী এক রাতেরই প্রত্যাশা করেছিলেন রোনালদো। সান্টিয়াগো বার্নাব্যুতে রিয়ালের সমর্থকদের সত্যিই এক জাদুকরী রাত উপহার দিয়েছেন এ সময়ের অন্যতম সেরা ফুটবলার। হ্যাটট্রিক করে দলকে নিয়ে গেছেন সেমিফাইনালে। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমাদের প্রয়োজন ছিল একটা জাদুকরী রাত। আর সেটা সত্যিই হয়েছে। শেষ পর্যন্ত এটা ছিল একটা দারুণ ম্যাচ। গোল আমার ডিএনএতে আছে। আর আমি দলের জন্য আরো গোল করে যেতে চাই।’
গোল যে সত্যিই রোনালদোর ডিএনএতে আছে, তা ভালোমতোই প্রমাণ করে যাচ্ছেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। ভল্ফসবুর্গের বিপক্ষে হ্যাটট্রিক করে দারুণ দুটি রেকর্ডও গড়েছেন তিনি। ইউরোপিয়ান ফুটবলের প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগের এক আসরে তিনটি হ্যাটট্রিক করার অনন্য কীর্তি গড়েছেন। দুটি ভিন্ন মৌসুমে ১৫টির বেশি গোল করার অনন্য রেকর্ডও গড়েছেন এ সময়ের অন্যতম সেরা ফুটবলার।
চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুমে এখন পর্যন্ত রোনালদো করেছেন ১৬টি গোল। সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষেও আছে তাঁর নাম। স্প্যানিশ লিগের এবারের মৌসুমে সবচেয়ে বেশি, ৩০টি গোলও করেছেন রোনালদো।