লোকসভা নির্বাচন : এক আসনে বিজেপির জয়
ভারতের জাতীয় নির্বাচনে ভোট গণনা চলছে। ইতোমধ্যে একটি আসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জয়ী হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে নির্বাচনের পুরো ফলাফল জানতে আরও কিছু সময় অপেক্ষায় থাকতে হবে। আজ মঙ্গলবার (৪ জুন) সকাল আটটায় ভোট গণনা শুরু হয়।
ভারতের নির্বাচন কমিশনের তথ্যমতে, গুজরাট রাজ্যের সুরাট আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছেন বিজেপির প্রার্থী মুকেশ দালাল। তাই আজ ভোট গণনা শুরু হওয়ার পর মুকেশ দালাল জয়ী হওয়ার খবর সবার আগে পাওয়া গেছে। নির্বাচন শুরু হওয়ার পর নানান অসঙ্গতিকে কারণ দেখিয়ে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। এ ছাড়া আটজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
সামরিক বাহিনী সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে ভোট গণনার কাজ এগিয়ে চলছে। ফল ঘোষণার আগেই বিজেপির সমর্থকরা প্ল্যার্কাড ও ব্যানার হাতে দিল্লিতে দলটির প্রধান কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন।
বিজেপির একজন সমর্থক রতন রাজন বিহার থেকে ৯ দিন সাইকেল চালিয়ে এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে দিল্লিতে এসেছেন। বিজেপির জয় উদযাপন করতেই এসেছেন বলে জানান তিনি।
মহারাষ্ট্র রাজ্যের নাসিক জেলায় পিনপতন নীরবতায় ভোট গণনায় চলছে। মহারাষ্ট্রে ৪৮টি লোকসভার আসন রয়েছে। সবগুলো দল মুখিয়ে আছে মহারাষ্ট্রের ভোটের ফলাফলের পেতে। সর্বশেষ তথ্যমতে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৮ আসন এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ২১৩ আসনে এগিয়ে রয়েছে।