মায়ামিতে আর্জেন্টিনার অনুশীলন, মেসি কোথায়?
কোপা আমেরিকাকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা ফুটবল দল। কোপার এবারের আসর বসবে যুক্তরাষ্ট্রে। টুর্নামেন্টে অংশ নিতে আর্জেন্টিনা ইতোমধ্যে পৌঁছেছে মার্কিন মুলুকে। শুরু করেছে অনুশীলন। লিওনেল মেসির ক্লাব মায়ামিতে চলছে আলবিসেলেস্তেদের প্রস্তুতি।
মেসির মায়ামিতে অনুশীলন, যোগ দিয়েছেন তিনিও। এখনও পুরো দল একত্রিত হয়নি। যদিও, মেসি-ডি মারিয়া-ডি পল নিজেদের ঘাম ঝরাচ্ছেন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে আজ মঙ্গলবার (৪ জুন) ফুটবলারদের অনুশীলনের একটি রিলস প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, লিওনেল স্কালোনির শিষ্যরা জোরালোভাবে তৈরি হচ্ছেন।
সর্বশেষ ২০২১ কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। স্কালোনি ও মেসির যুগলবন্দিতে আকাশী-নীলদের সর্বজয়ী হয়ে ওঠার সেই শুরু। ব্রাজিলের মাটিতে স্বাগতিক ব্রাজিলকেই ফাইনালে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে আর্জেন্টিনা।
কোপা আমেরিকার আগে যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচ দুটি খেলবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে ৯ জুন শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে খেলবেন মেসি-ডি মারিয়ারা। পরের ম্যাচে ১৪ জুন ওয়াশিংটন ডিসিতে মোকাবিলা করবে গুয়েতেমালাকে। কোপার মূল পর্বে ২০ জুন কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা। পরবর্তীতে ২৫ জুন চিলি ও গ্রুপপর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।
কোপার মূল স্কোয়াড ২৬ জনের হলেও ম্যাচ দুটির জন্য আরও তিনজনকে যুক্ত করেছেন স্কালোনি। ২৯ সদস্যের দলটি থেকেই মূল স্কোয়াডের ২৬ জনকে বেছে নেবেন তিনি। নেতৃত্বের ভার যথারীতি থাকছে লিওনেল মেসির কাঁধেই। বড় চমক, ২৯ জনের দলেও ঠাঁই হয়নি বিশ্বকাপজয়ী তারকা পাওলো দিবালার। অন্যদিকে, স্থান পেয়েছেন অলিম্পিক মার্শেইতে খেলা সেন্টারব্যাক লিওনার্তো বালের্দি।