টানা তৃতীয়বার বিজেপি জোটের জয় দাবি করলেন মোদি
টানা তৃতীয় বারের মতো ভারতের লোকসভা নির্বাচনে ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের (এনডিএ) জয়ের দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার (৪ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হ্যান্ডেল দেওয়া এক বিবৃতিতে তিনি এই দাবি করেন। খবর এএফপির।
এক্সে দেওয়া পোস্টে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘জনগণ ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্সের (এনডিএ) পক্ষে পরপর তৃতীয়বারের মতো বিশ্বাস ধরে রেখেছে। ভারতের ইতিহাসে এই বিজয় একটি ঐতিহাসিক ঘটনা।’
যদিও দেশটির নির্বাচন কমিশন তাদের লাইভ চার্ট রাত ৮টায় জানিয়েছে, এ পর্যন্ত ২১০ আসনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে। যেখানে ১১১টি আসন পেয়ে শীর্ষে আছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এ ছাড়া মোট ৫৪৩ আসনের মধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস (আইএনসি) ৫০টি, সমাজবাদী পার্টি (এসপি) ১৪টি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (এআইটিসি) পাঁচটি আসন পেয়েছে। এ ছাড়া স্বতন্ত্ররা চারটি এবং ডিএমকে, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) ও আম আদমি পার্টি (এএএপি) তিনটি করে আসনে জয়লাভ করেছে। বিজয়ী অন্য দলগুলো এখন পর্যন্ত একটি করে আসন পেয়েছে।
ভারতের লোকসভার সাত ধাপের নির্বাচন শেষ হয়েছে গত হয়েছে শনিবার (১ জুন)। ১৮তম এই নির্বাচনে ভোট দিয়েছেন দেশটির প্রায় ৬৪ কোটি নাগরিক। আজ মঙ্গলবার (৪ জুন) ঘোষণা করা হচ্ছে ফলাফল।