‘সমালোচনা’ করে বহিষ্কার সেই মহুয়া ফের যাচ্ছেন লোকসভায়
ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভা থেকে বহিষ্কার করা হয় তৃণমূল কংগ্রেস সংসদ সদ্য মহুয়া মৈত্রকে। ঘুষ নেওয়ার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ তুলে গত বছরের ডিসেম্বরে তাকে বহিষ্কার করা হয়। খারিজ করা হয়েছে তার সংসদ সদস্যপদ। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সমালোচনা করায়’ তাকে বহিষ্কার করা হয়। তবে, যা-ই হোক, ভারতীয় জনগণ তাকে ফের লোকসভায় পাঠাল।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার বলছে, প্রথম থেকেই জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। গত বছরের ৮ ডিসেম্বর অপমানিত-লাঞ্ছিত হয়ে যখন সংসদ ছাড়তে বাধ্য হয়ে মহুয়া সুকান্ত-পঙক্তিতে বলেছিলেন, ‘আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজনহারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই’। সেটি প্রমাণ হলো আজ।
আজ মঙ্গলবার (৪ জুন) ভারতীয় নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে কৃষ্ণনগর থেকে জয়ী হয়েছেন মহুয়া। জয় ঘোষণার পরেই তিনি বলেন, নিজের জয়ের থেকেও বেশি খুশি, বিজেপি নামক এই অশুভ শক্তি, মোদির মতো অযোগ্য প্রধানমন্ত্রী যিনি ভারতে রাজ করেছেন ১০ বছর, তার বিরুদ্ধে আজকের ভোট হয়েছে বলে পশ্চিমবঙ্গের মানুষকে কুর্নিশ জানাই।