মুন্সীগঞ্জে পরিবেশ দিবসে ৩৫ হাজার বৃক্ষ রোপণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে একযোগে ৩৫ হাজার গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার (৫ জুন) সকাল ৯টার দিকে সদর উপজেলার চাম্পাতলা উচ্চ বিদ্যালয় মাঠে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ফল-ফুল ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পরে জেলার ছয় উপজেলায় বিদ্যালয় আঙিনা ও সড়কের পাশে একযোগে বৃক্ষরোপণে অংশ নেয় সবাই।
নানা ধরনের কৃক্ষের চারা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে উৎসাহী শিক্ষার্থীরা।
এদিকে জেলা প্রশাসন জানায়, জেলায় এক লাখ ৪১ হাজার ৬৮০টি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি সম্মান স্বরূপ এবং সাম্প্রতিক সময়ের দাবদাহ থেকে পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে বিশ্ব পরিবেশ দিবসে ৩৫ হাজার গাছে চারা রোপণ করা হলো আজ। প্রতি এলাকায় বৃক্ষরোপণের জন্য করে দেওয়া হয়েছে কমিটি। চলতি জুন হতে আগস্ট মাস পর্যন্ত চলবে এ বৃক্ষরোপণ কর্মসূচি।