বেনজীরের কালো টাকা সাদা হওয়া নিয়ে যা বললেন ড. মসিউর রহমান
প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, সাবেক আইজিপি বেনজীরের বিষয়টি আইনি প্রক্রিয়ায় ঢুকে গেছে। ১৫ শতাংশ কর দিলে তার (বেনজীর) কালো টাকা সাদা হবে কি না সেটি আইনি প্রক্রিয়ায় জানা যাবে। সাবেক আইজিপি বেনজীরের বিষয়ে আপনারা কাগজে দেখেছেন দুর্নীতি দমন কমিশন বিষয়টি নিয়ে তদন্ত অনুসন্ধান করছে। অনুসন্ধান শেষে নিশ্চয়ই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজ শুক্রবার (৭ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয় আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে ড. মসিউর রহমান এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেন, দুদক সমন দিয়েছিল। কাগজের খবর অনুযায়ী উনি বাইরে আছেন। উনি সময় চেয়েছেন, দুদক সময় দিয়েছে। তথ্য অনুসন্ধান প্রক্রিয়াটা শেষ করতে দিতে হবে। তারপর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ পর্যন্ত কেউ বলে নাই যে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। আগাম করে কেউ বলেও নাই তাকে জেলে দেবো, ফাঁসি দেবো; সেটাও সঠিক নয়। যতই অপরাধ করুক, সে বাংলাদেশের নাগরিক তো। নাগরিক হিসেবে তার যে অধিকার আছে, সেটা তো থাকবে। বিচার ব্যবস্থাই এটি সম্পন্ন করবে।
প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান বলেন, ‘সাবেক কর্মকর্তা বেনজীর নিয়ে আপনারা প্রশ্ন করেছেন, উনার বিচার হবে না এটা কেউ বলেননি। বেনজীরের বিরুদ্ধে দুদক ব্যবস্থা নেবে। তার বিরুদ্ধে তথ্য সংগ্রহ না করে তাকে জেলে বা ফাঁসি দেবো বিষয়টি এমন নয়, কারণ উনি তো এ দেশের মানুষ। বেনজীর বিদেশে আছেন, দুদকের কাছে সময় চেয়েছেন। নাগরিক হিসেবে তার যে অধিকার আছে, সেটা তো থাকবে। বিচার ব্যবস্থাই এটি সম্পন্ন করবে।
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ছাড়াও উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী, শিক্ষামন্ত্রী, বাণিজ্য প্রতিমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী, অর্থ সচিবসহ বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
গতকাল বৃহস্পতিবার (৬ জুন) ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব জাতীয় সংসদে পেশ করেন অর্থমন্ত্রী। এটি তার প্রস্তাবিত প্রথম বাজেট। তার এই প্রস্তাবিত বাজেটের আকার প্রায় ৮ লাখ কোটি টাকা। আজ সংবাদ সম্মেলনে এই বাজেট সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন অর্থমন্ত্রী।