বাংলা নববর্ষে জন কেরির শুভেচ্ছা
বাংলা নববর্ষে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা ও জনগণের পক্ষে এ শুভেচ্ছা জানান তিনি।
আজ বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ, ভারত ও সারা বিশ্বে আজ যারা নববর্ষ উদযাপন করছে, তাদের সঙ্গে আমরা আনন্দিত।’
জন কেরি বলেন, পয়লা বৈশাখ হলো নতুন ও পুনর্মিলনের সময়। তিনি বলেন, ‘পরিবার ও বন্ধুদের ঐতিহ্য ও সংস্কৃতি উদযাপনের সময় এটা। একই সঙ্গে বিগত বছরকে ধারণ করে নতুন বছরের দিকে এগিয়ে যাক।’
কেরি বলেন, হাজার হাজার বাঙালি-বংশোদ্ভূত আমেরিকান, যাঁরা বিজ্ঞান, ব্যবসা, জনসেবা, আইন ও ওষুধ শাস্ত্রে অবদান রেখেছেন, তাঁদের স্বীকৃতি দেওয়ারও ক্ষণ এটা। তিনি বলেন, ‘নতুন আশা নিয়ে নতুন বছর শুরু হোক। শুভ নববর্ষ।’