কৃষকদলের তিন নেতা বহিষ্কার
শৃঙ্খলা পরিপন্থি কাজে সরাসরি জড়িত থাকার অভিযোগে জাতীয়তাবাদী কৃষকদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার (১২ জুন) সংগঠনের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে সংগঠনের সহসাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও কুষ্টিয়া জেলা কৃষকদলের সাবেক সভাপতি এস এম গোলাম কবির, কুষ্টিয়া জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মোকাররম হোসেন মোকা এবং কুষ্টিয়া জেলা কৃষকদলের সাবেক সহসভাপতি ও কুষ্টিয়া পৌর কৃষকদলের সাবেক সভাপতি বাবলা আমিনকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ ১২ জুন থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলেও বার্তায় উল্লেখ করা হয়।
কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বার্তায় উল্লেখ করা হয়।