রাতে মিনায় যাত্রা শুরু করবেন হজযাত্রীরা
হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (১৪ জুন) থেকে। এর আগেই আজ রাত থেকে তাবুর শহর মিনায় যাত্রা শুরু করবেন হজযাত্রীরা। এরইমধ্যে পাকিস্তানি মিশন তাদের হজযাত্রীদের জন্য এমন ঘোষণা দিয়েছে। দেশটির ধর্মবিষয়কমন্ত্রী চৌধুরী সালিক হুসেইন আজ বৃহস্পতিবার (১৩ জুন) বলেছেন, আজ রাত থেকেই হজযাত্রীদের মিনায় নিয়ে যাওয়া শুরু হবে। খবর আরব নিউজের।
এক প্রতিবেদনে বলা হয়েছে, হজযাত্রীরা হজের প্রথম দিনে মিনায় জড় হন। সেখানে তারা আরাফাতের ময়দানে যাওয়ার আগে প্রস্তুতি নিতে সময় কাটান।
আরাফাতের দিন হজযাত্রীদের সবথেকে গুরুত্বপূর্ণ। সেখানে হজযাত্রীরা ইবাদত-বন্দেগির মধ্যে কাটান এবং আল্লাহর কাছে ক্ষমাপ্রর্থনায় মশগুল থাকেন।
এরপর হাজিরা মুজদালিফায় রাত্রিযাপন করেন। সুবহে সাদিক থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত যেকোনো এক মুহূর্ত মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব। ফজরের নামাজ আদায় করে সূর্য ওঠার কিছু আগে ফের মিনার উদ্দেশে রওয়ানা দেন তারা। মিনায় জামরাতে (শয়তানকে মারার জন্য) মুজদালিফায় অবস্থানের সময় রাতে কিংবা সকালে কঙ্কর সংগ্রহ করেন হাজিরা। পরে ১০ জিলহজ সকালে মুজদালিফা থেকে মিনায় এসে বড় জামরাতে সাতটি কঙ্কর নিক্ষেপ করেন হাজিরা। পশু কোরবানির আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপনের সমাপ্তি হয়।
পাকিস্তানের ধর্মবিষয়কমন্ত্রী হজযাত্রীদের বাসস্থান ও হাসপাতাল পরিদর্শন করেন। একইসঙ্গে তাদের কুশলাদি জানতে চান। তিনি বলেন, বৃহস্পতিবার রাত থেকে পাকিস্তানি হজযাত্রীদের মিনায় নেওয়া শুরু হবে। শুক্রবার রাতের মধ্যে সবাইকে সেখানে নেওয়া হবে। পাকিস্তানি হজ মিশন মিনা ও আরাফাতে হজযাত্রীদের সুবিধার জন্য কাজ করে যাচ্ছে। হজ সহকারী ও প্যারামেডিক্যাল স্টাফরাও মিনায় হজযাত্রীদের সঙ্গে থাকবেন।