ঈদকে ঘিরে বিক্রি বেড়েছে আতর-টুপির
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকুরীজীবীদের ইতোমধ্যে ছুটি শুরু হয়েছে। ছুটিতে রাজধানীবাসী ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য ঢাকা ছাড়ছেন। আবার অনেকে ঢাকায় ঈদ পালন করবেন। তাই ঈদের প্রস্তুতি হিসেবে কেউ কিনছেন টুপি, আবার কেউ কিনছেন আতর।
আজ শুক্রবার (১৪ জুন) রাজধানীর গুলিস্তানের পীর ইয়ামিনি মার্কেট, বায়তুল মোকাররম মসজিদ মার্কেট, এলিফ্যান্ট রোড ও কারওয়ানবাজারের আম্বরশাহ মসজিদের সামনে দেখা গেছে, সুরমা, আতর, টুপি, তসবি আর জায়নামাজের বিক্রি বেড়েছে। এসব দোকানে ভিড়ও লক্ষ্য করা গেছে । এ ছাড়া রাজধানীর বিভিন্ন মসজিদের সামনে এবং মার্কেটে টুপি ও আতর বিক্রি করতেও দেখা গেছে।
বায়তুল মোকাররম জামে মসজিদের সামনের টুপির দোকনে দেখা গেছে, ৫০ টাকা থেকে ৫০০ টাকা দামের বিভিন্ন ধরনের টুপির পসরা সাজিয়ে বসে আসে। এ ছাড়া অনেকে আতর কিনছেন। কেউ কেউ জায়নামাজ কিনতে দামাদামি করছেন।
বায়তুল মোকাররম মার্কেটের সামনে টুপির দোকানি হান্নান ভূঁইয়া বলেন, আজ জুমাবার। এ ছাড়া দুদিন পরে ঈদ। অনেকে ঢাকা থেকে দেশে চলে যাচ্ছেন। শেষ মুহূর্তে বেচাবিক্রি ভালো হচ্ছে। তিনি বলেন, ১০০ থেকে ২০০ টাকার টুপির প্রতি মানুষের চাহিদা বেশি। গত দুদিনের তুলনায় আজ বিক্রি একটু বেশি। আমার দোকানে ৫০ টাকা থেকে ৫০০ টাকা দামের টুপি আছে।
এলিফ্যান্ট রোডের ফুটপাতের আতর বিক্রেতা আকাশ বলেন, বিভিন্ন ধরনের আতর আছে। এরমধ্যে দামের পার্থক্য হয় বিভিন্ন রকম। ফ্লেভার অনুযায়ী দাম। কেউ ১০০ টাকার আতর কিনছেন, আবার কেউ ৫০০ টাকার কিনছেন। এটা রুচির ওপর নির্ভর করছে। আজ ব্যবসা ভালো হচ্ছে, বিক্রি বেড়েছে।
আরেক টুপি বিক্রেতা রহিম বলেন, ঈদে টুপি ও আতরের চাহিদা বেশ ভালো। বাজারে টুপি বিক্রি হচ্ছে ৫০ থেকে এক হাজার টাকায়, জায়নামাজ পাওয়া যাচ্ছে ৩০০ থেকে দুই হাজার টাকায় এবং আতর বিক্রি হচ্ছে ৩০০ থেকে কয়েক হাজার টাকা দামেও।