স্কটল্যান্ডের জালে তিন গোল দিয়ে বিরতিতে জার্মানি
ঘরের মাঠ, দর্শকের চিৎকার, অকুন্ঠ সমর্থন। ইউরোর প্রথম ম্যাচে মাঠে নামার আগে জার্মানির জ্বালানির অভাব ছিল না। তাতে উদ্দীপ্ত হয়েই কি না রেফারির বাঁশি বাজার মাত্র ৫৩ সেকেন্ডের মাথায় আক্রমণ শানিয়ে বসে জার্মানি। উয়েফা ইউরো ২০২৪ এর প্রথম ম্যাচে আজ শনিবার (১৫ জুন) তখনও অ্যালিয়াঞ্জ অ্যারেনার দর্শকরা নড়েচড়েও বসেনি বোধহয়! নিজেদের রক্ষণভাগ থেকে লম্বা ক্রস করেন অ্যান্তোনিও রুডিগার। প্রতিপক্ষ স্কটল্যান্ডের রক্ষণভাগে বল পান জার্মান উইঙ্গার ফ্লোরিয়ান ভিয়ার্টজ। বুক দিয়ে বল রিসিভ করেন, বাম পায়ে শটও নিয়েছিলেন গোলমুখে। সেটি রুখে দেন স্কটিশ গোলরক্ষক অ্যাঙ্গুস গান।
প্রথম শট ফিরিয়ে দিলেও ইউরোর উদ্বোধনী ম্যাচের প্রথমার্ধে জার্মানদের রুখতে পারেননি গান, ব্যর্থ গোটা স্কটিশ ডিফেন্স। স্কটল্যান্ডের বিপক্ষে প্রধমার্ধ শেষে জার্মানরা এগিয়ে ৩-০ গোলে।
প্রথম সুযোগ হারানো জার্মানি গোল পেতে বেশিক্ষণ সময় নেয়নি। ম্যাচের বয়স তখন ১০ মিনিট। মাঝমাঠ থেকে টনি ক্রুসের মাপা শট খুঁজে নেয় জসুয়া কিমিচকে। ডানপ্রান্ত থেকে দারুণ এক বল বাড়ান ভিয়ার্টজের কাছে, সেখান থেকে ওয়ান শটে জাল খুঁজে নেন ভিয়ার্টজ। এগিয়ে যাওয়া জার্মানরা বাড়িয়ে দেয় আক্রমণের গতি। যাতে দিশেহারা হয়ে পড়ে স্কটিশরা। ১৯ মিনিটে আবারও স্কটল্যান্ডের রক্ষণে হানা। ডি বক্সের ভেতর কাই হাভার্টজের বাড়ানো বল থেকে গোল করেন জামাল মুসিয়ালা।
দুই গোলের লিড আরও আগ্রাসী করে তোলে হুলিয়ান নাগেলসম্যানের শিষ্যদের। গোছানো ও গতিশীল ফুটবলে স্কটল্যান্ডকে কোনো সুযোগই দেয়নি জার্মানি। ২৩ মিনিটে ছন্দময় আরেকটি আক্রমণ আলোর মুখ দেখেনি হাভার্টজ ফাউলের শিকার হওয়াতে। নিজেদের ডি বক্সের একটু বাইরে তিন স্কটিশ ডিফেন্ডার মিলে থামান হাভার্টজকে।
ম্যাচের ৪১ মিনিটে চমৎকার সুযোগ পায় জার্মানি। কিমিচের ক্রস থেকে হেড করেন অধিনায়ক ইকাই গুন্দোগান। সেটি দুর্দান্ত এক ডাইভে বাঁচান স্কটিশ গোলরক্ষক। ফিরতি বলে ক্রুস শট নিলে সেটি প্রতিহত হয় রক্ষণ দেয়ালে। কিন্তু, এ সময় ডি বক্সে ফাউলের শিকার হন গুন্দোগান। লাল কার্ড দেখেন স্কটিশ ফুটবলার পর্টিয়াস। পেনাল্টি পায় জার্মানি। সেখান থেকে লক্ষ্যভেদ করতে ভুল করেননি হাভার্টজ। ৪৫ মিনিটে স্পটকিক থেকে পাওয়া গোলে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় জার্মানি।