কালকিনিতে কৃষকের বাড়িতে দফায়-দফায় বোমা হামলা
মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মো. হাচেন হাওলাদার (৫৮) নামে এক কৃষকের বসতবাড়িতে দিনব্যাপী দফায়-দফায় বোমা হামলা চালিয়েছে প্রতিপক্ষ। এতে নারীসহ আটজন আহত হয়েছে। আহতদেরকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ হামলার ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। আজ রোববার (১৬ জুন) সকাল থেকে এ হামলার ঘটনা ঘটে। এদিকে রোববার বিকেলে বোমা হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করছে স্থানীয় এলাকাবাসী।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারের চর গ্রামের কাজী বংশের সাথে শিকারমঙ্গল এলাকার মৃধাকান্দি গ্রামের হাওলাদার বংশের দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে কালাই সরদারের চর গ্রামের আপাং কাজীর নেতৃত্বে কামাল কাজী, সুমন তালুকদার, আমিনুল তালুকদার ও জামাল কাজীসহ তাদের দলবল নিয়ে দেশি অস্ত্রে সজ্জিত হয়ে রোববার সকালে মৃধাকান্দি গ্রামের কৃষক হাচেন হাওলাদারের বসতবাড়িতে দফায়-দফায় বোমা হামলা চালিয়েছে। এতে করে ওই বাড়ির তিন মহিলা আহত হয়েছে। অপরদিকে এ হামলার ঘটনায় ওই এলাকার সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। তবে ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ভুক্তভোগী কৃষক হাচেন হাওলাদার বলেন, আপাং কাজীর নেতৃত্বে তাদের দলবল নিয়ে আমাদের বসত বাড়িতে বিনা অপরাধে অতর্কিতভাবে প্রায় ৫ শতাধিক বোমা হামলা চালানো হয়েছে। আমরা তার বিচার চাই।
এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত আপাং কাজীকে এলাকায় পাওয়া যায়নি।
কালকিনি থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল-মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন এলাকার পরিস্থিতি শান্ত আছে।