অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানদের জয় অঘটন নয়
আফগানিস্তানের কাছে হেরেছে অস্ট্রেলিয়া, তা-ও বিশ্বকাপের মঞ্চে! যুক্তরাষ্ট্র গ্রুপপর্বে পাকিস্তানকে হারিয়েছিল, যাকে বিশ্বকাপের অন্যতম অঘটন হিসেবে ধরা হয়। আফগানদের অস্ট্রেলিয়া বধও অঘটনের চেয়ে কম নয়। তবে, এটিকে অঘটন বলতে নারাজ ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর।
সুপার এইটের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তান জিতেছে ২১ রানে। নিজেরা ১৪৮ রানে থামলেও এতেই আটকে দেয় অসিদের। মাত্র ১২৭ রানে অলআউট হয় ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। একটি ম্যাচের ফল জমিয়ে তুলেছে সুপার এইটে গ্রুপ ওয়ান এর সমীকরণ।
আফগানদের এমন জয়ের পর ওয়াসিম জাফর সবাইকে আহ্বান করেছেন, এটিকে অঘটন না বলতে। এতে বরং দলটিকে অসম্মান করা হয়। নিজের এক্স অ্যাকাউন্টে জাফর বলেন, ‘এই জয়কে অঘটন বলে আফগানিস্তানকে অসম্মান করবেন না। নিজেদের দিনে তারা যে কোনো দলকে হারিয়ে দিতে পারে। তারা নিজেদের সেরাটা দিয়ে খেলেছে এবং অস্ট্রেলিয়াকে হারিয়েছে। যা হয়েছে, সেটি উদযাপন করা উচিত।’
এই জয়ে সেমি ফাইনালে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে আফগানিস্তানের। শেষ ম্যাচে আফগানরা যদি বাংলাদেশকে হারায়, অন্যদিকে অস্ট্রেলিয়া ভারতের কাছে হারে— তাহলে সহজেই সেমির টিকিট পাবেন রশিদ খানরা।
যদি ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া জিতে যায় তাহলে মেলাতে হবে সমীকরণ। সেক্ষেত্রে, সেমিতে যেতে হলে রান রেট দিয়ে অসিদের টপকাতে হবে আফগানিস্তানকে। যে কারণে, বাংলাদেশের বিপক্ষে অবশ্যই বড় ব্যবধানে জিততে হবে তাদের। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে আফগানরা।