সুনামগঞ্জে বন্যা : ত্রাণ নিয়ে অসহায় মানুষের পাশে এনটিভি
সুনামগঞ্জের মোল্লাপাড়া ইউনিয়ের আব্দুল্লাহপুর গ্রামে বৃদ্ধা রহিমন (৬৭) বলেন, বন্যা আসার পর থেকে কতজনকে কতভাবে বলেছি আমাদের খাবার নাই, আমাদের ঘরে থাকার জায়গা নাই, আমরা অনাহারে আছি নাতি-নাতনিদের নিয়ে। কেউ আমাদের কথা শোনেনি কিছু দেয়ওনি। কিন্তু আজকে আপনারা সুনামগঞ্জ থেকে নৌকা নিয়ে আমাদের ঘরে এসে খাবার দিয়ে গেলেন। এজন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আপনাদের ভালো করবেন।
সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষ্মণশ্রী ইউনিয়নের রাবারগ্রামে গৃহিণী কুলসুমা (৪৫) বলেন, বন্যার সময় ঘরে টিকতে না পেরে সড়কে আশ্রয় নিয়েছিলাম। পানি নেমে যাওয়ার পর বাড়ি ঘরে এসেছি। কিন্তু ঘরের মধ্যে পড়ে আছি কেউ এসে দেখেনি। মেম্বার চেয়ারম্যানও না। কিন্তু আপনারা নৌকা নিয়ে আমাদের খোঁজ করে এই খাবার দিয়ে গেছেন। আপনাদের চেয়ারম্যান স্যারসহ সবাইকে আল্লাহ ভালো রাখুক।
ত্রাণ পেয়ে সুনামগঞ্জের সদর ও শান্তিগঞ্জ এবং বিশ্বম্ভরপুর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সবাই এভাবেই এনটিভিকে নিজেদের ভালো লাগার কথা প্রকাশ করেছেন।
কোরবানির ঈদের দিন থেকে সুনামগঞ্জের ১২ উপজেলার শহর থেকে গ্রামের অন্তত ২০ লাখ মানুষ বন্যায় পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। বাড়িঘর ও রাস্তাঘাটে বুক থেকে কোমর পানি থাকায় ঘর থেকে বের হয়ে নিজের এবং পরিবারের জন্য খাবার ব্যবস্থা করতে পারেনি। বসতবাড়ি ও রাস্তাঘাট সব পানির নিচে ডুবে থাকায় কাজকর্মও নেই। তাই কিনেও যে খাবার খাবেন সেই ফুরসতও ছিল না। তাই যতই দিন যাচ্ছে মানুষ অসহায় হয়ে পড়েছেন। একমুঠো খাবারের জন্য হাহাকার করছে বানভাসি মানুষ।
বন্যা শুরুর পর থেকে এনটিভি সুনামগঞ্জের অসহায় মানুষ দুঃখ দুর্দশার কথা বলেছে। এবার সেই ক্ষুধার্ত বানভাসী মানুষের জন্য ত্রাণ সহায়তা নিয়ে পাশে দাঁড়াল দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি। বাংলাদেশে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি মানবিক সহায়তা নিয়ে বন্যাদুর্গত মানুষের পাশে ত্রাণ সহয়তা নিয়ে পাশে দাঁড়ানোয় প্রশাসন ও সুশীল সমাজ প্রশংসায় ভাসাচ্ছেন এনটিভি ও এনটিভির মানবিক চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক আলী ফালুকে।
আজ বুধবার (২৬ জুন) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষ্মণশ্রী, মোল্লাপাড়া ইউনিয়ন ও শান্তিগঞ্জ উপজেলার দুই শতাধিক মানুষকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। এই ত্রাণ সহায়তার মধ্যে ছিল ১০ কেজি চাল, পেঁয়াজ, সয়াবিন তেল, আলু, মসুরের ডাল, রসুন, লবণ, হলুদ-মরিচের গুঁড়া, বিস্কুট ও খাবার স্যালাইন।
বৃষ্টিপাত কম হওয়ায় পানি নামতে শুরু করেছে, সেইসঙ্গে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতি। এখন বাড়িঘর মেরামত করবেন না পরিবারের জন্য খবার যোগাবেন। মানুষের যখন এমন চিন্তা, তখন সুনামগঞ্জের জন্য এনটিভির ত্রাণ সহায়তা যেন দুর্গত মানুষকে আনন্দে ভাসাল।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের আদুখালী গ্রামের সুজিত শর্মা জানান, এনটিভি সব সময় হাওরের কথা বলে। অসহায় মানুষদের কথা বলে। আজকে এনটিভির চেয়ারম্যান স্যার আমাদের জন্য খাদ্যসামগ্রী পাঠিয়েছেন। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এভাবে এনটিভি সব সময় সুনামগঞ্জের মানুষের জন্য কাজ করবে এই কামনা করি।
সুনামগঞ্জের হাওর বাঁচাও আন্দোলনের নেতা ওবায়দুল হক মিলন জানান, সুনামগঞ্জের যেকোনো দুর্যোগসহ মানুষের অধিকারের খবর দেশবিদেশ ছড়িয়ে দেয় সবার আগে। সেইসঙ্গে হাওরপাড়ের সংবাদ পরিবেশন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ক্ষুধার্ত মানুষের পাশে ত্রাণ সহায়তা নিয়ে দাঁড়ানোর জন্য এনটিভির পেশাদারিত্ব এবং মানবিক কার্যক্রম খুব ভালো।
আরেক স্বেচ্ছাসেবী আম্মার আহমদ জানান, গত ২০২২ সালের বন্যার পরেও এনটিভি মানবিক সহায়তা নিয়ে সুনামগঞ্জে মানুষের পাশে দাঁড়িয়েছিল। এবারও ২০০ মানুষের জন্য প্রায় ১৫ কেজি করে খাদ্যসামগ্রী দিয়েছে। এটা খুবই ভালো লাগার।
এনটিভির ত্রাণ কার্যক্রমে অংশ নিয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী জানান, এই দুর্যোগে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে দেশ-বিদেশের মানুষকে সঠিক তথ্য দিয়েছে। জেলা প্রশাসন সরকারের দেওয়া খাদ্যসামগ্রী ও নগর অর্থ দিচ্ছে। প্রশাসনের পাশাপাশি এনটিভি সুনামগঞ্জের মানুষের কথা চিন্তা করে খাদ্যসামগ্রী পাঠিয়েছে। এটা প্রশংসার দাবি রাখে। এজন্য এনটিভির চেয়ারম্যানসহ সবাইকে অভিনন্দন জানাই। এনটিভি যে দৃষ্টান্ত দেখিয়েছে এটাকে অনেক প্রতিষ্ঠান অনুসরণ করলে সুনামগঞ্জের মানুষের আরও উপকার হবে।